BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কত টাকা পেল বাংলাদেশ? 

How much Bangladesh earn from T20 World Cup?

টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এবারের বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া টাইগাররা জয়ের মুখ দেখেছে দীর্ঘ ১৫ পনেরো বছর পর। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।

এবারের আসরে বাংলাদেশের সামনে সুযোগ ছিল, পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। কিন্তু বাবর আজমদের কাছে হারের তিক্ত স্বাদ পেয়ে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে টাইগাররা। তবে সেমিফাইনালে যেতে না পারলেও, নিজেদের ইতিহাসে এটিই বাংলাদেশের সেরা পারফরম্যান্স।

বিশ্বকাপ মিশন শেষ, এবার হিসাব কষার পালা। কি পেল বাংলাদেশ? আইসিসি নির্ধারিত প্রাইজমানি অনুযায়ী সুপার টুয়েলভে সরাসরি অংশ নেওয়ার জন্য বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ টাকা পাবে বাংলাদেশ। এছাড়া প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে আরো ৪০ লাখ টাকা ফলে এবারের বিশ্বকাপ থেকে সবমিলিয়ে প্রায় দেড় কোটি টাকা আয় করেছে বাংলাদেশ।

এদিকে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা। ফাইনাল হারা রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, কোটি টাকা। এছাড়া সেমিফাইনালে ওঠা প্রতিটি দল পাবে সমান কোটি টাকা করে। গোটা আসরের মোট প্রাইজমানি রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।

Exit mobile version