BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করবেন বিরাট কোহলি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করবেন বিরাট কোহলি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করবেন বিরাট কোহলি?

এবার এশিয়া কাপ খেলার আগে কঠিন সময় পার করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। প্রায় বছর সেঞ্চুরি বিহীন কেটেছে ভারতের ক্রিকেটের এই পোস্টার বয়ের। অবশেষে দীর্ঘদিনের রানের খরা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছেন ৭১ তম শতরান। তাহলে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপেও কি এই ব্যাটারকে ওপেনার হিসেবে দেখা যাবে? এমন প্রশ্ন ঘুরছে এখন ভারতের ক্রিকেটে। 

সম্প্রতি কোহলির ওপেনিং নিয়ে কথা বলেন সুনীল গাভাস্কার। তিনি বলেন,”কোহলিকে তৃতীয় ওপেনার হিসেবে ভাবতে পারে ভারত। তাহলে রোহিত শর্মা লোকেশ রাহুলের সঙ্গে আর কোন ওপেনারের দরকার নেই। এতে দলের ভারসাম্য আরও ভাল হবে। প্লান অনুযায়ী খেলা যাবে।।

পরিসংখ্যানও কোহলির হয়ে কথা বলছে। আইপিএলে কোহলির যে টা সেঞ্চুরি তার সবগুলোই তিনি পেয়েছেন ওপেন করতে নেমে। সাক্ষাৎকারে কোহলির ফর্মে ফেরার ব্যাপারেও কথা বলেন গাভাস্কারযে ৭১ টা শতরান করেছে তার পিঠে বোঝা থাকতে পারে না। কোহলি যে এর আগে রান করছিল না সেটা নয়। ৬০৭০ রান করছিল। কিন্তু শতরান আসছিলো না। বিশ্বকাপের আগে ওর ফর্মে ফেরা দলের জন্য দারুন বার্তা। 

উল্লেখ্য, টিটোয়েন্টি ফরম্যাটে রোহিতের সাথে ভারতের হয়ে ওপেন করেন কেএল রাহুল। এশিয়া কাপে তার পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল, অন্যদিকে ফর্মে দেখা গিয়েছে কোহলিকে। তাহলে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে গাভাস্করের কথাই কি মেনে নেবে ভারত? উত্তর হয়ত সময়েই দেবে।

Exit mobile version