BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান 

টিটোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসরের দামাম বেজে গেছে। তার আগেই টিটোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছে ভারতের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিডা। যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান।

ক্রিকেটারদের অতীতের পারফরম্যান্স বিবেচনা করে এই তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি।বুধবার টিটোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশের তালিকা প্রকাশ করা হয়।যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব।

এই বিষয়ে এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানাননি সাকিব। বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক বর্তমানে ব্যস্ত আছেন ত্রিদেশীয় সিরিজ নিয়ে। দল হারলেও ফর্মে আছেন সাকিব।বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৪৪ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস। 

সাকিব ছাড়াও সর্বকালের সেরা এই একাদশে নাম আছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। ভারতের বেঙ্গালুরু থেকে প্রকাশিত এই ওয়েবসাইটটির সর্বকালের সেরা একাদশে সুযোগ পেয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার শহিদ আফ্রিদি এবং পেসার উমর গুল।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং পেসার ডেল স্টেইনের। শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং লাসিথ মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ থেকে নাম রয়েছে ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের। 

টিটোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর এবারের টিটোয়েন্টি বিশ্বকাপের আয়োজকও অস্ট্রেলিয়া। কিন্তু এই ওয়েবসাইটে নাম নেই অজি কোন ক্রিকেট তারকার। সেই সাথে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কোন ক্রিকেটারও জায়গা পাননি সেরা একাদশে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে।

উল্লেখ্য ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ৮ম আসর। ১৩ নভেম্বর ফাইনাল। দেখা যাক কাদের হাতে ওঠে বিশ্বকাপ ট্রফি।

Exit mobile version