BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব

Shakib is the highest wicket-taker in T20 World Cup

সাকিব আল হাসান, আর ক্রিকেটীয় রেকর্ড যেন সমার্থক শব্দ। বাংলাদেশের পোস্টার বয়ের সামনে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবশেষ এশিয়া কাপ আর ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা শেষে বিশ্বকাপে ভালো করতে চায় টিম বাংলাদেশ। বরাবরই ব্যাটে-বলে দলকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব থাকবে সাকিবের উপর, সঙ্গে এবার যোগ হয়েছে অধিনায়কত্বও।

তবে বিশ্বকাপ খেলতে নামার আগেই অনন্য এক শ্রেষ্ঠত্বে বসে আছেন বাংলাদেশ অধিনায়ক।  এখন পর্যন্ত সবকটি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। যেখানে ব্যাটে-বলে পারফর্মও করেছেন। কিন্তু ব্যাটসম্যান সাকিবের চেয়ে যেন একটু বেশিই সফল, বোলার সাকিব। বাঁহাতি স্পিনে এখন পর্যন্ত শিকার করেছেন সর্বোচ্চ ৪১ উইকেট।

এবারের বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারদের মধ্যে সেরা পাঁচে নেই আর কেউই। উইকেট শিকারের তালিকায় সাকিবের পরে আছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, সাঈদ আজমল এবং অজন্থা মেন্ডিস। পাকিস্তান এবং শ্রীলংকার এই চার বোলারের বিশ্বকাপ উইকেট যথাক্রমে ৩৯, ৩৮, ৩৬ ও ৩৫। চারজনই আবার অবসরে।

এদিকে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন এমন বোলারদের মধ্যে সাকিবের পরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। এখন পর্যন্ত ১৮টি বিশ্বকাপ ম্যাচ খেলে ২৬টি উইকেট শিকার করেছেন এই ভারতীয় স্পিনার। অশ্বিনের পরে অবশ্য মিচেল স্টার্কের জায়গা। বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলা এই অজি পেসারের শিকার ২৪ উইকেট।

সবশেষ এশিয়া কাপের সময় মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে সাকিবকে দেয়া হয় বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব। এশিয়া কাপে ব্যর্থ হলেও ত্রিদেশীয় সিরিজে দেখা গেছে ফর্মে থাকা সাকিবকে। দেখা যাক এবার অধিনায়ক সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে কেমন করে টিম বাংলাদেশ।

Exit mobile version