BJ Sports – Cricket Prediction, Live Score

টি টোয়েন্টি ও ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষনা, নেই রাসেল – হেটমায়ার

The T20 World Cup will begin in October of this year.

The T20 World Cup will begin in October of this year.

চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট মহাযজ্ঞের ৪ মাসও বাকি নেই। ফলে নিজেদের সেরা প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। তার অংশ হিসেবে আগামী ২ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের কথা মাথায় থাকলেও, এই সিরিজে রাখা হয়নি আন্দ্রে রাসেল এবং শিমরন হেটমায়ারকে।

বাংলাদেশের বিপক্ষে  সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে সিরিজের স্কোয়াডও প্রকাশ করেছে ক্যারিবিয়রা। দলে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রোভমান পাওয়েলকে। দলে ফিরেছেন ওবেদ ম্যাককয়, ডেভন থমাস এবং অলরাউন্ডার কিমো পল। এছাড়া টেস্ট দলে থাকা গুদাকেশ মোতিও ডাক পেয়েছেন।

শনিবার  শুরু হবে দুদলের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। পরদিনই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডমিনিকায়। এরপর ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। একই মাঠে ১০ জুলাই থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানতে সিরিজ। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই।

 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড:

নিকোলাস পুরান (অধিনায়ক), রোভমান পাওয়েল, শামরাহ ব্রুকস, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।

 

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড:

নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামরাহ ব্রুকস, কেচি কার্টি, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভমান পাওয়েল এবং জেইডেন সিলস।

Exit mobile version