BJ Sports – Cricket Prediction, Live Score

টি – টোয়েন্টির মত ঝড়ো ইনিংস খেলার রহস্য ফাঁস করলেন পূজারা

চেতেশ্বর পূজারা

বিশ্ব ক্রিকেটে তার পরিচিতি স্বীকৃত টেস্ট ব্যাটসম্যান হিসেবে। এমনকি টি টোয়েন্টির এই যুগে আইপিএলের দলেও তিনি জায়গা পাননা। সেই পূজারার ব্যাটেই কিনা উঠল ঝড়? হঠাৎ করে কিভাবে বদলে গেল পূজারার ব্যাটিংয়ের ধরন? 

সাসেক্সের হয়ে ১০৭ রানের ইনিংসটাই তাঁর একদিনের ক্রিকেটে সেরা ইনিংস বলে মনে করেন চেতেশ্বর পূজারা। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলছেন ভারতের এই নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান । এক ওভারে ২২ রান নিয়ে রীতিমত অবাক করে দিয়েছেন ভক্তদের। ভারতের টেস্ট দলের সদস্য টি-টোয়েন্টি কায়দায় ব্যাট করেছেন, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। তবুও পূজারার রয়ে গিয়েছে আক্ষেপ। 

সাক্ষাৎকারে পূজারা বলেন “একদিনের ক্রিকেটে এটাই আমার সেরা ইনিংস। দল জিতলে আরও ভাল লাগত। জয়ের থেকে খুব দূরেও ছিলাম না। শেষ পর্যন্ত ক্রিজে থাকতে চেয়েছিলাম। আমি আউট না হলে হয়তো জিতেও যেতে পারতাম।”

ইনিংসের সময় প্রচন্ড গরম ছিল বলেও জানিয়েছেন এই ক্রিকেটার। গরমকে জয় করেই খেলেছে৷ ঐ ইনিংস। তিনি বলেন,” খুব গরম লাগছিল, বমি পাচ্ছিল আমার। গরমের মধ্যে খেলা আমার অভ্যেস আছে। কিন্তু এই গরমকে সহ্য করা মুশকিল। “

প্রচন্ড গরমের মাঝেও চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে আট ম্যাচে মোট পাঁচটি শতরান রয়েছে তাঁর ক্যারিয়ারে। লাল বলের ক্রিকেটে যে ছন্দ ছিল, তা দেখা যাচ্ছে সাদা বলের ক্রিকেটেও।

তবে পূজারার এই বদলে যাওয়া ব্যাটিং সারা ফেলেছে ক্রিকেট জগতে। নেটিজেনদের অনেকে মজা করে বলেছেন পূজারাকি এই ব্যাটিংয়ের মাধ্যমে টি টোয়েন্টি দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে?

Exit mobile version