BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার আবারো লজ্জার রেকর্ড

টিটোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ব্যাটেবলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কথা, সেখানে উল্টো লজ্জায় পড়তে হলো টেম্বা বাভুমার দলকে। এমনকি টিটোয়েন্টিতে সবচেয়ে কম রানে প্রথম পাঁচ উইকেট হারানোর রেকর্ডও করে ফেললেন তারা।

ভারতের বিপক্ষের প্রথম টিটোয়েন্টিতে মাঠে নামার আগেও অবশ্য প্রোটিয়াদের দখলে ছিল এই রেকর্ড। ২০০৭ সালের ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১০ রানে উইকেট হারিয়ে লজ্জায় পড়ে দক্ষিণ আফ্রিকা। এবার ভারতের বিপক্ষে পাঁচ উইকেট হারালো আরো আগে। দলীয় মাত্র রান করতেই পাঁচ উইকেট হারায় তারা।

পাঁচ উইকেট হারিয়ে এই রান তুলতে মাত্র . ওভার খেলেছে দক্ষিণ আফ্রিকা। আর্শদীপ সিং, দীপক চাহারদের তোপের মুখে যেন দাঁড়াতেই পারছেন না সফরকারীরা। একে একে ব্যর্থ হয়ে মাথা নিচু করে সাজঘরে ফিরেছেন কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, ডেভিড মিলার এবং ত্রিস্তার স্টাবসের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা।

অথচ গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরেও ভারতের মাটিতে অনবদ্য ক্রিকেট খেলে গেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটেবলে দাপুটে ক্রিকেট খেলে টিটোয়েন্টি সিরিজও জিতে নিয়েছেন মিলাররা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ফের ভারত সফরে এসেই যেন ছন্দহীন প্রোটিয়ারা। তবে এখনো সুযোগ রয়েছে, সিরিজের বাকি ম্যাচগুলোয় ঘুরে দাঁড়িয়ে নিজেদের সেরা খেলাটা দেখানোর।

ভারতে পা রেখে অধিনায়ক বাভুমা অবশ্য বলেছেনভারত সফর কঠিন হতে যাচ্ছে এদিকে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ের পর দক্ষিন আফ্রিকার সাথে প্রথম ম্যাচেও ভারতের দাপুটে জয়ে বেশ ফুরফুরে মেজাজে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ভুলগুলো শুধরে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে রোহিতকোহলিরা। তবে চোটের কারনে জাদেজা, বুমরার ছিটকে যাওয়ায় দুঃশ্চিন্তা আছে ভারত শিবিরেও।

Exit mobile version