BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টেন লিগে এবার বাংলাদেশের আফিফ

টি-টেন লিগে এবার বাংলাদেশের আফিফ

আগামী ২৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টিটেন লিগের ষষ্ঠ আসর। আর এই লিগের প্লেয়ার ড্রাফটে জায়গা পেলেন বাংলাদেশী বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে টিটেন লিগ কর্তৃপক্ষ।

ফেসবুকে বাংলাদেশের আফিফসহ আরও কয়েকজন ক্রিকেটারের ছবি দিয়ে একটি পোষ্ট করেছে টিটেন লিগ কর্তৃপক্ষ। পোষ্টে লেখা,” ইয়াং গানস! আবুধাবি টিটেনের ষষ্ঠ সিজনের ড্রাফটে আপনি এই তরুণদের মধ্যে কাকে বাছাই করতে সমর্থন করছেন?”

বাংলাদেশি আফিফ ছাড়াও লিগটির সবশেষ প্রকাশিত ড্রাফটে নাম লিখিয়েছেন পাথুম নিশাঙ্কা, জর্ডান কক্স, হ্যারি টেক্টর, ইজহারুল হক নাভিদসহ অনেকেই

তবে এটিই প্রথম নয়, এর আগেও টিটেন লিগে খেলছেন আফিফ। ২০২১ সালে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। সে বছর দলটির আইকন ক্রিকেটারও ছিলেন তিনি। দ্বিতীয়বারের মত বছর আবার জায়গা পেলেন আফিফ।

২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। আফিফ ছাড়াও বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান।সাকিব টিটেন লিগের আইকন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে আছেন। 

টিম বাংলাদেশে আফিফ এখন অন্যতম ব্যাটিং স্তম্ভ। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং অর্ডার বদলে তাকে চার/পাচ নাম্বারে ব্যাট করতে দেখা যেতে পারে। টি টেন লীগে তিনি কেমন করবেন সেটা হয়ত সময়েই উত্তর দেবে। তবে টি টোয়েন্টির প্রস্তুতি নিতে বর্তমানে বাংলাদেশ দলের সাথে আরব আমিরাতেই আছেন বাংলাদেশের এই উদীয়মান তারকা।

Exit mobile version