BJ Sports – Cricket Prediction, Live Score

টাইগারদের ভবিষ্যৎ নেতৃত্ব কার কাঁধে?

টাইগারদের ভবিষ্যৎ নেতৃত্ব কার কাঁধে?

ক্রিকেট মাঠে অধিনায়কের দায়িত্ব এবং ভূমিকা অনেক। একজন দক্ষ অধিনায়ক, পুরো দলের চেহারাটাই বদলে ফেলতে পারেন। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিগুলোও এখন এগিয়ে যাচ্ছে আলাদা আলাদা অধিনায়কের নেতৃত্বে। বাংলাদেশ ক্রিকেটেও সেই রেওয়াজ চালু আছে। বর্তমানে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন সাকিব আল হাসান।কিন্তু বরাবরই একটি প্রশ্নের জায়গা, সাকিব – তামিমদের যুগ শেষ হলে পরবর্তীতে টাইগারদের নেতৃত্ব দেবেন কে? 

সেই প্রশ্নের উত্তর মেলাতে গেলে অবশ্য দুটি নামই এখন সামনে আসে, লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ। ইতোমধ্যে টেস্টে সাকিবের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন লিটন। অপরদিকে বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়ার দক্ষতা দেখিয়েছেন মিরাজ।

টাইগারদের ভবিষ্যৎ অধিনায়ক নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ” আপাতত সাকিব এবং তামিম নেতৃত্ব দেবে। তবে আমাদের একটি পরিকল্পনা আছে। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডেতে তামিম থাকবে। পরবর্তীতে লিটন এবং মিরাজ আছে। নুরুল হাসান সোহানকেও ভাবনায় রাখা হয়েছে। আশা করি, তরুণরা দায়িত্ব নিতে পারবে। “

সাদা পোশাকের সহ – অধিনায়ক লিটন নিজেকে প্রমাণ করেছেন ওয়ানডে ক্রিকেটেও। সম্প্রতি ভারতের বিপক্ষে তামিমের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান তিনি। সেখানেই করলেন বাজিমাত। ২ – ১ ব্যবধানে ভারতকে হারিয়ে সিরিজ জিতিয়ে দেন দলকে। অধিনায়ক হিসেবে সেই সাফল্য, আগামীতেও লিটনের পক্ষে ভোট দেবে। ব্যাট হাতেও ভালো পারফর্ম করে যাচ্ছেন এই ওপেনার।

অপরদিকে মিরাজের নেতৃত্বগুণ নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। পারফরম্যান্সের বিচারেও বেশ ধারাবাহিক এই অলরাউন্ডার। কয়েকদিন আগেও ভারতের বিপক্ষে দৃষ্টিনন্দন শতক হাঁকিয়েছেন তিনি। বল হাতেও রীতিমতো কার্যকরী। তবে বোর্ডের রাডারে থাকা আরেক তরুণ, সোহানের ব্যক্তিগত পারফরম্যান্স বেশ হতাশাজনক। যে কারণে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও প্রশ্নবিদ্ধ হতে পারেন তিনি।

এক সাক্ষাৎকারে লিটন আগেই জানিয়েছেন পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেলে সেটা চালিয়ে যেতে প্রস্তুত তিনি। তবে অধিনায়কত্ব নিয়ে মিরাজ বা সোহান এখনো মুখ খোলেননি।সাকিব, তামিমরা আরো কয়েক বছর ক্রিকেট খেলবেন। এর মধ্যে নতুন কোন ক্রিকেটার উঠে এলে নেতৃত্ব পেতে পারেন তিনিও। অন্যদিকে মাঝেমধ্যেই আফিফের নামও ঘুরেফিরে আসছে পরবর্তী অধিনায়ক হিসেবে। সাকিব- তামিম যুগের পর কার হাতে উঠবে টিম বাংলাদেশের নেতৃত্বের ভার, এটাই যেন এখন কোটি টাকার প্রশ্ন।

Exit mobile version