BJ Sports – Cricket Prediction, Live Score

জয়ে ফিরতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে কোয়েটা গ্লাডিয়েটর্স

জয়ে ফিরতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে কোয়েটা গ্লাডিয়েটর্স

#image_title

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে, খুব একটা ভালো ছন্দে নেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করে দলটি।  পরের ম্যাচগুলোতে যেখানে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিলো দলটির, সেখানে পরের ম্যাচগুলোতেও আধিপত্য বিস্তার করে খেলতে পারনি কোয়েটা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ফেললেও, জয়ের দেখা পেয়েছে মাত্র একবার।  হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছেনা সরফরাজ আহমেদের দল। তবে এবার জয়ের ধারায় ফিরতে  মরিয়া কোয়েটা গ্লাডিয়েটর্স। প্রাকটিসে সবাই সিরিয়াস হয়েই ঘাম ঝরাচ্ছে।

সর্বশেষ ম্যাচেও হারের স্বাদ পেয়েছে কোয়েটা। কিন্তু এরপর বেশ কয়েক দিনের লম্বা একটি বিরতি পেয়েছে দলটি। লাহোর কালান্দার্সের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ মার্চ। এই বিরতির মাঝে অবশ্য বসে নেই কোয়েটার ক্রিকেটাররা। কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন সরফরাজ আহমেদের দল। জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে তারা। কোয়েটার পক্ষ থেকেও জানানো হয়েছে এমনটা।

সোমবার নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি পোস্ট করেছে কোয়েটা। সেই পোস্টে খেলোয়াড়দের অনুশীলনের বেশকিছু ছবি প্রকাশ করেছে তারা। অনুশীলনে ব্যস্ত দেখা গেছে মার্টিন গাপটিল, জেসন রয় এবং ইফতিখার আহমেদ সহ সব ক্রিকেটারকে। পোস্টে লেখা, ” আগামী ম্যাচ থেকে পয়েন্ট টেবিলে পরিবর্তন আনতে, কঠোর অনুশীলন চলছে সেই অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেছে সবাইকে সবার চোখেমুখে যেন জয়ের নেশা।

 কোয়েটাকে জয়ের ধারায় ফিরতে হলে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের সবাইকে ভালো ছন্দে থাকতে হবে। দুই ওপেনার গাপটিল এবং রয়ের ব্যাট অবশ্য  হাসছে। আসরে একটি শতকের দেখাও পেয়েছেন গাপটিল। মিডল অর্ডারে হাল ধরছেন ইফতিখার। বোলিং বিভাগে আছেন তরুণ পেসার নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন। নিয়মিত ভালো বোলিং করে যাচ্ছেন তারা। তবে জয়ের দেখাটা যেন কোনোভাবেই পাচ্ছে না একবারের চ্যাম্পিয়নরা।

এদিকে কোয়েটার এমন ব্যর্থতায় সমালোচনাটাও কম হচ্ছে না। দলটির সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি তো মনে করছেন, সরফরাজের কাঁধে অধিনায়কত্ব দেওয়াই ঠিক হয়নি। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করলেও, জয় পাচ্ছে না দল। সেক্ষেত্রে অধিনায়কের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠতেও পারে। তবে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাড়াতে চান সরফরাজ। কোয়েটা কি পারবে? উত্তরটা সময়েই দেবে।

Exit mobile version