BJ Sports – Cricket Prediction, Live Score

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব

Shakib Al Hasan born 24 March 1987 is a Bangladeshi cricketer and current captain of the Bangladesh national cricket team in all formats.

Shakib is not going to Zimbabwe tour 

ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশের ফেরার পর খুব একটা বিরতি পাচ্ছে না বাংলাদেশ দল। সপ্তাহ পেরুতেই আবার জিম্বায়ের উদ্দেশ্যে উড়াল দেবেন টাইগাররা। লক্ষ্য তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। যেখানে পূর্ণ শক্তির দল গেলেও ছুটিতে থাকবেন সাকিব আল হাসান।

 মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস এই খবর জানান। তিনি বলেন, ‘অনেকে বলেছেন দ্বিতীয় সারির দল যাবে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না। আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’

তবে সাকিবের সফরে না যাওয়ার বিষয়টিও নিশ্চিত করে ইউনুস আরো বলেন, ‘সিনিয়র খেলোয়াড়দের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র। কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে, তারা এভেইলেবল। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’

১৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপর ২২ জুলাই রয়েছে জিম্বাবুয়ের ফ্লাইট। সেখানে ব্যস্ত সূচিতে ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৮ জুলাই ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মূল লড়াই। সিরিজের শেষ দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ জুলাই এবং ১ আগস্ট। এরপর ৪, ৬ ও ৮ আগস্ট তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল। 

ইউনুস বলেন, ” নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করেছেন। যে দল এখন আছে, তারা সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ লিগ নয়। কিন্তু সিরিজটা গুরুত্বপূর্ণ। এজন আমরা ভালো পারফরম্যান্সের দিকে গুরুত্ব দিচ্ছি।’

Exit mobile version