BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২০ আগস্ট: জিম্বাবুয়ে বনাম ভারত (২য় ওডিআই)

ZIM vs IND (2nd ODI) Highlights - ft

জিম্বাবুয়ে বনাম ভারত (2nd ODI) Highlights

জিম্বাবুয়ে বনাম ভারত (২য় ওডিআই) – হাইলাইটস

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী ভারত। শনিবার (২০ আগস্ট) দ্বিতীয় ওডিআইতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ম্যান ইন ব্লুরা। স্বাগতিকদের দেয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেএল রাহুলের দল।

টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়াইন ওপেনার তাকুদজোয়ানাশে কাইতানো ও ইনোসেন্ট কাইয়া সতর্কভাবে খেলা শুরু করেন। প্রথম ৭ ওভারে তাঁরা তোলেন মাত্র ১২ রান। তবে সতর্ক ব্যাটিং কাজে আসেনি খুব একটা। প্রথম আঘাতটা করেন মোহাম্মদ সিরাজ, তাঁর বলে উইকেটের পেছনে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন ৩২ বলে ৭ রান করা কাইতানো।

এরপর শার্দূল ঠাকুরের শিকার হন আরেক ওপেনার কাইয়া, ২৭ বলে তিনি করেন ১৬ রান। ওই ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক রেজিস চাকাভাকেও সাজঘরে ফেরান শার্দূল। প্রসিদ্ধ কৃষ্ণ এসে ওয়েসলি মাধেভেরেকে আউট করলে ১২.৪ ওভারে দলীয় ৩১ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে ১০.১ ওভারের মধ্যে ৩১ রানেই ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।

জিম্বাবুয়ে ইনিংসের পুনর্গঠনের চেষ্টা করেন এরপর শন উইলিয়ামস। সিকান্দার রাজার সঙ্গে ৪১ রানের পর রায়ান বার্লের সঙ্গে তিনি ৩৩ রানের জুটি গড়ে তোলেন। স্পিনে ভুগতে থাকা রাজা কুলদীপ যাদবের বলে ইশান কিশানকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন।

এরপর দীপক হুদার লেংথ বলে স্লগ করতে গিয়ে ক্যাচ দেন ৪২ বলে ৪২ রান করা উইলিয়ামস। পরের চেষ্টাটি করেছিলেন বার্ল, তবে সেভাবে তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউ। শার্দূলের বলে লুক জঙ্গুয়ে এবং অক্ষর প্যাটেলের বলে ব্র্যাড এভান্স বোল্ড আউট হন। জিম্বাবুয়ে শেষ ২ উইকেট হারায় রানআউটে, ৩২ রান তুলতে হারায় শেষ ৪ উইকেট। বার্ল একদিকে অপরাজিত থাকেন ৪৭ বলে ৩৯ রান করে।

শেষ পর্যন্ত সফরকারীদের বোলিং তোপে ৩৮.১ ওভারে ১৬১ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ভারতের হয়ে শার্দূল ঠাকুর সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

আগের ম্যাচে ভারতের উদ্বোধনী জুটিই ভাঙতে পারেনি জিম্বাবুয়ে, তবে এবার রান তাড়ায় শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে আসা ভারত অধিনায়ক কেএল রাহুল সাজঘরে ফেরেন দ্বিতীয় ওভারেই। ভিক্টর নিয়াউচির বলে এলবিডব্লু হন তিনি, রিভিউ নিয়েও কাজ হয়নি।

প্রথম ম্যাচে অবিচ্ছিন্ন থেকে ভারতকে জয় পর্যন্ত নিয়ে গিয়েছিল ধাওয়ান-গিল জুটি, আজ দ্বিতীয় উইকেটে অবশ্য তাঁরা যোগ করতে পারেন ৪২ রান। তবে সেটিতে তাঁদের লাগে মাত্র ২৯ বল। ওই সময়ের আক্রমণাত্মক ব্যাটিং-ই ইঙ্গিত দেয়, শুরুতে উইকেট হারালেও পিছপা হচ্ছে না ভারত। অবশ্য টানাকা চাভাঙ্গার শর্ট বলে ২১ বলে ৩৩ রান করা ধাওয়ান ক্যাচ তুললে ভাঙে সে জুটি।

চারে আসা ঈশান কিশানের সঙ্গে শুবমান গিলের জুটিতে ওঠে ৩১ বলে ৩৬ রান, যদিও রান তোলার কাজটা করেন মূলত গিলই। লুক জঙ্গুয়ের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন ইশান (৬)। আর গিল জঙ্গুয়ের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলে ৩৩ রান করে সাজঘরে ফিরেন। ১৪তম ওভারে ভারতের রান তখন ৪ উইকেটে ৯৭।

দ্রুত ২ উইকেট হারালেও রানের গতি কমেনি ভারতের। হুদাকে নিয়ে সঞ্জু স্যামসন এরপর যোগ করেন ৫৮ বলে ৫৬ রান। রাজার ফুল লেংথের বলে বোল্ড হওয়ার আগে হুদা করেন ৩৬ বলে ২৫ রান। অক্ষর প্যাটেলকে নিয়ে এরপর জয়ের আনুষ্ঠানিকতা সারেন ৩৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকা স্যামসন। কাইয়াকে ছয় মেরে জয় নিশ্চিত করেন তিনি।

সাহসী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন। আগামীকাল সিরিজের শেষ ও নিয়মরক্ষাকারী ম্যাচে এই দুল মুখোমুখি হবে।


জিম্বাবুয়ে বনাম ভারত এর স্কোরবোর্ড

জিম্বাবুয়ে – ১৬১/১০ (৩৮.১)

ভারত – ১৬৭/৫ (২৫.৪)

ফলাফল – ভারত ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সঞ্জু স্যামসন



জিম্বাবুয়ে বনাম ভারত ম্যাচের একাদশ

জিম্বাবুয়ে রেজিস চাকাভা (অধিনায়ক ও উইকেট রক্ষক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, তাকুদজোয়ানাশে কাইতানো, শন উইলিয়ামস, লুক জংওয়ে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, তানাকা চিভাঙ্গা এবং ভিক্টর নিয়াউচি।
ভারত কেএল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শিখর ধাওয়ান, ইশান কিশান, দীপক হুডা, অক্ষর প্যাটেল, শুবমান গিল, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, এবং মোহাম্মদ সিরাজ।
Exit mobile version