BJ Sports – Cricket Prediction, Live Score

জিম্বাবুয়েতে পানি সংকটে পড়েছে ভারত

ভারত

২০১৬ সালের পর দীর্ঘ অর্ধযুগ জিম্বাবুয়ে সফরে যায়নি ভারত। এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের দ্বিতীয় সারির দল গেছে জিম্বাবুয়েতে। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। হারারেতে সবগুলো ম্যাচেই ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

ওয়ানডে সুপার লীগের অন্তর্ভুক্ত এই সিরিজ থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থ, মোহাম্মদ শামিদের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফলে এই সিরিজে সুযোগ পাচ্ছেন একঝাঁক তরুণ।

তবে দীর্ঘদিন পর জিম্বাবুয়েতে খেলতে গিয়ে অদ্ভুত এক বিড়ম্বনায় পড়েছে ভারতীয় দল। মাঠের খেলা বাদে, ক্রিকেটারদের ভাবনা এখনপানিনিয়ে। কারণ, হারারেতে চলছে তীব্র পানি সংকট। তাই ক্রিকেটারদের কম পানি খরচ করার অনুরোধ করেছে বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যম ইনসাইড স্পোর্টসকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘হারারেতে প্রচন্ড পানি সংকট চলছে। খেলোয়াড়দের বলা হয়েছে, পানির অপচয় না করতে। গোসলের সময় যেন পরিমাণ মতো পানি খরচ করা হয়। পানি সংকটের কারণে পুল সেশনও হচ্ছে না।

উল্লেখ্য, হারারেতে পানি পরিশোধন করা প্ল্যান্টে রাসায়নিক ঘাটতি দেখা দিয়েছে। যে কারণে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে সংকটাপন্ন পরিস্থিতি বিবেচনা করে, বাধ্য হয়েই ক্রিকেটারদের পানি অপচয় রোধ করতে বলেছে বিসিসিআই।

Exit mobile version