BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৬ নভেম্বর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৪২-জিম্বাবুয়ে বনাম ভারত

ক্রিকেট হাইলাইটস, ০৬ নভেম্বর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৪২-জিম্বাবুয়ে বনাম ভারত

জিম্বাবুয়ে বনাম ভারত (ম্যাচ ৪২) – হাইলাইটস

জিম্বাবুয়ে বনাম ভারত ম্যাচে সূর্যকুমার যাদবের বিধ্বসী ব্যাটিংয়ের পর ইনিংস বিপর্যয় হয়েছে জিম্বাবুয়ের। ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ৭১ রানের জয় তুলে নিয়েছে ভারত। তাতে গ্রুপ ২ এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। সুপার টুয়েলভের ৫ ম্যাচ শেষে ৮ পয়েন্ট রয়েছে তাদের। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ২ এর রানার্স আপ হয়েছে পাকিস্তান।

ভারতের ইনিংসে জিম্বাবুয়ের বোলারদের দাপট সামলিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান সেনসেশন সূর্যকুমার যাদব। ঝড় তোলা সূর্যকুমার ২৫ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন। পরে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও রবিচন্দ্রন অশ্বিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

রবিবার (৬ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে ২ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে এই ধারা থেকে আর বের হতে পারেনি জিম্বাবুয়ান ব্যাটাররা। ভারতীয় বোলারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

দলীয় ২৮ রানে শন উইলিয়ামস (১১), ৩১ রানে ক্রেগ এরভিন (১৩), ৩৬ রানে টসি মুনিওঙ্গা (৫) প্যাভিলিয়নে ফিরে যান। এরপর রায়ান বার্ল ও সিকান্দার রাজা মিলে প্রতিরোধ গড়ে তোলেন। দলীয় ৯৬ রানে তাদের এই জুটি ভাঙেন স্পিনার অশ্বিন। বার্ল ২২ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরেন। বাকিটা সময় রাজা’র যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারেননি আর কেউই।

ব্যক্তিগত ১ রানে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভা আউট হন। সিকান্দার রাজা ফিরে যান দলীয় ১১১ রানের মাথায়। ২৪ বলে তিনি করেন ৩৪ রান। এরপর স্কোর বোর্ডে আর কোনো রান যোগ করতে পারেনি জিম্বাবুয়ে। ভারতের হয়ে অশ্বিন সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া ২টি করে এবং ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট তুলে নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেনি। রিচার্ড এনগারাভার ওভারের ৬টি বলই ডট হয়। পরের ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন রোহিত শর্মা। ৩ ওভার শেষে ১৮ রান করে তারা। চতুর্থ ওভারে বিদায় নেন রোহিত। ১৩ বলে ১৫ রান করেন তিনি।

৮৭ রানের মাথায় ধীরগতির এক ইনিংস খেলে সীমানা দড়ির কাছে ধরা পড়েন বিরাট কোহলি। উইলিয়ামসের বলে রায়ান বার্লের হাতে ধরা পড়া বিরাট ১৫ বলে ২৬ রান করেন। একই ওভারে বিদায় নেন ঋষভ পন্ত (৩)। একটা ছক্কা হজম করার পরের বলে সিকান্দার রাজা তুলে নেন ওপেনার কেএল রাহুলের উইকেট। ৩৫ বলে ৫১ রান করেন ভারতীয় এই ওপেনার।

এরপর তাণ্ডব শুরু করেন সূর্যকুমার যাদব। তার ইনিংসের সৌজন্যে ভারত অল্প পুঁজির শঙ্কা কাটিয়ে উঠে। ২৩ বলে হাফ সেঞ্চুরিও তুলে নেন এই বিধ্বংসী ব্যাটার। তাকে কিছু সময়ের জন্য সঙ্গ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া আউট হন ১৮ রান করে। সূর্য কুমারের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার।

জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক ২ উইকেট তুলে নেন শন উইলিয়ামস। এছাড়া রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট শিকার করেন।

৯ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তান গ্রুপ ১ এর চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। অপরদিকে ১০ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে গ্রুপ ১ এর রানার্স আপ ইংল্যান্ড।


জিম্বাবুয়ে বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত – ১৮৬/৫ (২০.০)

জিম্বাবুয়ে – ১১৫/১০ (১৭.২)

ফলাফল – ভারত ৭১ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সূর্যকুমার যাদব



জিম্বাবুয়ে বনাম ভারত ম্যাচের একাদশ

জিম্বাবুয়ে ক্রেগ এরভিন (অধিনায়ক), রেজিস চাকাভা (উইকেট রক্ষক), ওয়েসলি মাধাভেরে, শন উইলিয়ামস, টনি মুনিয়ঙ্গা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা, ওয়েলিংটন মাসাকাদজা এবং ব্লেসিং মুজারাবানি।
ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), কেএল রাহুল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, এবং আর্শদীপ সিং।
Exit mobile version