BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২ আগস্ট: জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (৩য় টি২০)

ZIM vs BAN

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (৩য় টি২০) – হাইলাইটস

মঙ্গলবার, তিন ম্যাচের টি২০ সিরিজের ৩য় টিতে, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। ১ম ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছিল। হারারেতে ২য় ম্যাচে দুর্দান্ত বোলিং-এর কারনে ৭ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তার সাথে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল তারা। কিন্তু শেষ রক্ষা করতে পারল না বাংলাদেশ গতকাল হারারেতে জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্য পর্যন্ত পৌছাতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

ঘরে-বাইরে এবার নিয়ে টি-টোয়েন্টি সপ্তম সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগের ৬ বার একচ্ছত্র শাসন ছিল টাইগারদেরই। কিন্তু সপ্তমবার এসে আর সিরিজটা নিজেদের কাছে রেখে দিতে পারলো না বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও হারতে হলো ১০ রানের ব্যবধানে। সে সঙ্গে টি-টোয়েন্টিতে প্রথমবারেরমত জিম্বাবুয়ের কাছে সিরিজে হারলো বাংলাদেশের ক্রিকেটাররা।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ব্যাট হাতে ঝড় তোলেন রায়ান বার্ল। ২৮ বলে ৫৪ রান করেন তিনি। ২০ বলে ৩৫ রান করেন লুক জংউই। ক্রেগ আরভিন করেন ২৭ বলে ২৪ রান। ১৭ বলে ১০ রান করেন রেজিস চাকাবভা। এছাড়া বাকি ৬ খেলোয়াড় মিলে করেন ১৭ রান।

জিম্বাবুয়ের এই জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব রায়ান বার্লের। ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে তারা যখন ধুঁকছিল, তখন হঠাৎ ঝড় তোলেন বার্ল। নাসুম আহমেদের এক ওভার থেকেই ৩৪ রান তোলেন তিনি। ৫টি ছক্কার সঙ্গে দুটি বাউন্ডারির মার মারেন বার্ল। তার এই ঝড়ের ওপর ভর করেই শেষ পর্যন্ত ১৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

তবুও ১৫৭ রানের লক্ষ্য। খুব বড় কিছু ছিল না। কিন্তু এই লক্ষ্যও তাড়া করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। থেমে যেতে হলো ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে।

শেষ ম্যাচের আগে অধিনায়ক পরিবর্তন করতে হলো। ইনজুরির কারণে নুরুল হাসান সোহান ছিটকে যান। পরিবর্তে মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেয়া হয় অধিনাকত্বের। প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব দিতে এসে পরাজয়ের স্বাদই নিতে হলো মোসাদ্দেক হোসেনকে।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর একটা বড় জুটি অন্তত প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু কোনো একটি বড় জুটি গড়ে উঠেনি। প্রতিষ্ঠিত ব্যাটারদের কেউই দাঁড়াতে পারলেন না জিম্বাবুয়ে বোলারদের সামনে। বরং নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে তারা।

১৩ রানে লিটন দাসের বিদায়ে শুরু, এরপর ২৪, ৩৪, ৬০, ৯৯, ৯৯, ১৩৩ এবং ১৩৯ রানের মাথায় পড়েছে ৮টি উইকেট। এমন নিয়মিত বিরতিতে উইকেট হারালে জয়ের আশা করাটাই বোকামি।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন লিটন দাস এবং পারভেজ হাসান ইমন। লিটন ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু জিম্বাবুয়ের পেসার ভিক্টরের বলেই দিশেহারা হয়ে যান দুই ওপেনার। একজন করেন ১৩ রান আরেকজন করেছেন ২ রান।

এনামুল হক বিজয়কে নিয়ে আশা ছিল সবার। শেষ ম্যাচে যখন তার কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা ছিল, তখন তিনি আউট হলেন মাত্র ১৪ রান করে। নাজমুল হোসেন শান্তও একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ২০ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি।

শেষ ম্যাচটা যেহেতু সিরিজ নির্ধারণী, সে কারণে মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতাও কাজে লাগতে পারে। কিন্তু মাত্র ২৭ রান করেই তিনি বিদায় নিলেন।

অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে পুরোপুরি চাপে পড়ে গেলেন যেন মোসাদ্দেক। বল হাতেও খুব বেশি ভালো করতে পারলেন না। ব্যাট হাতে মাঠে নেমে এলেন আর গেলেন শুধু। গোল্ডেন ডাক মেরে ফেরেন সাজঘরে।

আফিফ হোসেন ধ্রুব চেষ্টা করেছিলেন মাহদি হাসানকে নিয়ে। কিন্তু ১৭ বলে মাহদি ২২ রান করে আউট হয়ে গেলে সে সম্ভাবনাও শেষ হয়ে যায়। হাসান মাহমুদ আউট হন ৩ রান করে। একমাত্র আফিফই বুক চিতিয়ে লড়াই করেছেন। ২৭ বলে তিনি অপরাজিত ছিলেন ৩৯ রানে।

জিম্বাবুয়ের পক্ষে ভিক্টর নাইয়ুচি নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট নেন ব্রাড ইভান্স। ১টি করে উইকেট নেন ওয়েসলি মাধভিরে, শন উইলিয়ামস এবং লুক জংউই।


জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ এর স্কোরবোর্ড

জিম্বাবুয়ে১৫৬/৮ (২০)

বাংলাদেশ১৪৬/৮ (২০)

ফলাফল – জিম্বাবুয়ে ১০ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ –রায়ান বার্ল

প্লেয়ার অফ দ্য সিরিজ – সিকান্দার রাজা



জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচের একাদশ

জিম্বাবুয়ে ক্রেগ আরভিন (অধিনায়ক), রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, ব্র্যাড ইভান্স, শন উইলিয়ামস, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ভিক্টর নিয়াউচি, লুক জংওয়ে, জন মাসারা
বাংলাদেশ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মাহেদী হাসান, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
Exit mobile version