BJ Sports – Cricket Prediction, Live Score

জিমে চোট পেয়ে মুশফিকের পায়ে ৬ সেলাই

জিমে চোট পেয়ে মুশফিকের পায়ে ৬ সেলাই

জিমে চোট পেয়ে মুশফিকের পায়ে ৬ সেলাই

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। সাতসকালে সবার আগে নেটে ঢোকা মুশফিক যেমন সবার শেষে বের হন, ঠিক তেমন ফিটনেস নিয়েও সচেতন তিনি। নিয়মিত রানিং, জিম কিংবা অন্যান্য অনুশীলনে এটুকুন ছাড় দিতে নারাজমিস্টার ডিপেন্ডেবলখ্যাত এই উইকেটরক্ষক।

যথারীতি শনিবার সকালেও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম করতে যান মুশফিক। সেখানে গিয়েই ঘটে দুর্ঘটনা। জিম করার সময় বাম পায়ের হাঁটুতে চোট পেয়ে বসেন মুশফিক। চোটের পরিমাণ অবশ্য ছোটও বলা যাবে না। কেটে যাওয়া অংশে মোট ৬টি সেলাই করতে হয়েছে মুশফিকের হাঁটুতে।

প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথায় অবশ্য কিছুটা স্বস্তি মিলেছে। তিনি জানান, চোট কাটিয়ে উঠতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে মুশফিকের। তবে এই সময়টায় পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। জাতীয় দলের সূচি না থাকায়, কোনো ম্যাচও মিস করতে হবে না মুশফিককে।

অফ ফর্মের মাঝে আবার চোটে পড়া, খারাপ সময় যেন পিছু ছাড়তে চায় না মুশফিকের। সম্প্রতি আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে অবসরও নিয়েছেন তিনি। ফলে মুশফিক তৈরি হচ্ছেন ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের জন্য (এনসিএল) যেখানে রাজশাহী বিভাগের হয়ে খেলার কথা রয়েছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।

Exit mobile version