BJ Sports – Cricket Prediction, Live Score

জাতীয় দলে ফেরা সাব্বিরের রানের চেয়েও টিকটক ভিডিও বেশি

জাতীয় দলে ফেরা সাব্বিরের রানের চেয়েও টিকটক ভিডিও বেশি

একসময় হার্ডহিটিং ব্যাটিংয়ের অপার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় সাব্বির রহমানের।কিন্ত  প্রত্যাশা পূরন করতে পারেননি ছিটেফোঁটাও।এখন নিজেকেই যেন হারিয়ে খুঁজছেন এই ক্রিকেটার । হয়তো এমনও হতে পারতো, ২০১৯ সালে অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়া সাব্বিরের আর ফেরা হতোনা দলে। ভক্ত-সমর্থকরাও ধরেই নিয়েছিলেন এই ব্যাটারের ক্যারিয়ার এক প্রকার শেষ। 

কিন্তু সব ধোয়াশা উড়িয়ে দিয়ে দীর্ঘ তিন বছর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন সাব্বির। এশিয়া কাপের সময় মূলত ব্যাটসম্যান সংকট এবং বিশেষ করে ভারত থেকে উড়িয়ে আনা টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধন শ্রীরামের পছন্দেই দলে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে আস্থার প্রতিদান আর দিলেন কই? এরমধ্যে জড়ালেন নানান বিতর্কেও।

ঘরোয়া লিগে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স না করেও জাতীয় দলে ফেরা সাব্বিরকে ভাগ্যবান বলাই যায়। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারলেননা তিনি।সাধারণ ক্রিকেটপ্রেমীরা তো তকমাই দিয়ে দিলেন ‘টিকটকার সাব্বির’। কারণ, মাঠে রান করার চেয়েও যেন টিকটকে অধিক মনোযোগী সাব্বির।

সম্প্রতি জাতীয় দলে ফিরে ওপেনিংয়ে ব্যাটিং করে সর্বসাকুল্যে ৩১ রান করেছেন সাব্বির। এসময়ে তিনি টিকটক ভিডিও করেছেন মোট ৩৮টি। সুতরাং সাব্বিরের রানের চেয়ে টিকটক ভিডিও ৭টি বেশি। যা রান করেছেন, তাও আবার ধীর গতির ব্যাটিং করেই। যে কারণে সমাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি।

এশিয়া কাপে মূলত তাকে ঝড়ো ব্যাটিংয়ের জন্য দলে নেয়া হয়েছিল। সেখানে ফেল মেরে টিকটকেই বেশি সময় কাটাতে দেখা যায় তাকে। নেটিজেনদের কাছে নিজের টিকটক আইডি ফলো করার অনুরোধ করায় তুমুল সমালোচনার মুখে এই ক্রিকেটার। ভক্তদের অনেকেই বলছেন সাব্বির ফুল টাইম টিকটকার, পার্টটাইম ক্রিকেটার।

Exit mobile version