BJ Sports – Cricket Prediction, Live Score

জরিমানা গুনলেন রোহিত শর্মা – বাবর আজমরা  

জরিমানা গুনলেন রোহিত শর্মা - বাবর আজমরা  

এবারের এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতপাকিস্তান ম্যাচের রেশ যেন শেষ হয়েও হলোনা শেষ। গত ২৮ আগস্ট এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে বাবর আজমের পাকিস্তানের মুখোমুখি হয় রোহিত শর্মার ভারত। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে গত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারার প্রতিশোধ নেয় ভারত।

তবে সেই ম্যাচটির ভারতপাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ঠিক কিসের কারণে এই শাস্তি পেলেন বাবররোহিতরা? আইসিসির .২২ ধারা অনুযায়ী শাস্তি পেয়েছেন উভয় দলের ক্রিকেটাররা। স্লো ওভার রেটের কারণেই শাস্তি দিয়েছে আইসিসি। 

আইসিসির নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। ওভার স্লো ওভার রেটের কারনেই ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে উভয় দলের ক্রিকেটারদের।

পাকভারত ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং বাবর আজম। তাই কোন আনুষ্ঠানিক শুনানি ছাড়াই জরিমানা করা হয় দুই দেশের ক্রিকেটারদের।

এবারের এশিয়া কাপে ভারতপাকিস্তান দুই দলেই এশিয়া কাপ চ্যাম্পিয়নের অন্যতম দাবীদার। ইতোমধ্যে পাকিস্তান এবং হংকং এর সাথে জিতে সুপার ফোরে চলে গেছে ভারত। তবে ভারতের কাছে হারায় পাকিস্তানকে সুপার ফোরে যেতে পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বর রাত টায় হংকং এর মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তান।

Exit mobile version