BJ Sports – Cricket Prediction, Live Score

চোটের কারণে এশিয়া কাপ শেষ শাহিন শাহ আফ্রিদির

Shaheen Afridi ruled out of Asia Cup due to injury - ft

Shaheen Afridi ruled out of Asia Cup due to injury

২৮ আগস্ট এশিয়া কাপের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত -পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচের আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ। ডান পায়ে লিগামেন্ট ছিড়ে এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। চোটের কারণে আপাতত মাঠ থেকে দূরে থাকতে হবে তাকে। চার থেকে ছয় সপ্তাহ’র আগে ফিরতে পারবেন না দলে। 

ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। চোটের কারণে সেখানেও থাকতে পারবেন না বামহাতি এই বোলার। তবে ধারণা করা হচ্ছে, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ডান পায়ের লিগামেন্টে প্রচন্ড আঘাত পান শাহিন। চিকিৎসকরা জানান, শাহিনের সুস্থ হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। এর পরেই এশিয়া কাপ থেকে বাদ পড়েন তিনি। 

এদিকে এশিয়া কাপে থাকতে না পারায় হতাশ শাহিন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ মেডিকেল অফিসার নাজিবুল্লা সুমরো বলেন,” আমি শাহিনের সাথে কথা বলেছি। খেলতে না পেরে ও খুব হতাশ। ইতিমধ্যেই রিহ্যাব শুরু করেছে। তবে মাঠে ফিরতে ওর এখনও বেশ কিছু দিন সময় লাগবে।”

তিনি আরও জানান ” রিহ্যাবের ফলে চোটের কিছুটা উন্নতি হয়েছে। এটা এখন স্পষ্ট যে, তার আরও কিছুটা সময় লাগবে এবং অক্টোবরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার সম্ভাবনা তার রয়েছে। ” 

গত টি টোয়েন্টি বিশ্বকাপে এই শাহিনের বোলিং তান্ডবে লণ্ডভণ্ড হয় ভারতীয় শিবির। প্রথম ওভারেই রোহিত শর্মা, লোকেশ রাহুলকে আউট করার পর কোহলির উইকেট ও নেন এই তারকা পেসার। 

সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। এবারের এশিয়া কাপে তাই দুই দল মুখোমুখি হওয়ার আগে চিন্তার ভাজ বাবর আজমের কপালে আর স্বস্তির বাতাস ভারতীয় শিবিরে।

Exit mobile version