BJ Sports – Cricket Prediction, Live Score

চমক দিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষনা 

চমক দিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষনা 

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারেই নিকটে। সেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ নবীকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ৫ জন পেসার। যেখানে অন্যতম চমক, ২০ বছর বয়সী অনভিষিক্ত পেসার মোহাম্মদ সালিম সাফি।

বিশ্বকাপে আফগানদের স্পিন বিভাগ সামলাবেন রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী। তাদের সঙ্গে রয়েছেন লেগস্পিনার কাইস আহমেদ। দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ডারউইস রাসুলি। এছাড়া ওপেনার উসমান গণিকেও দলে রেখে আফগানিস্তান। এদিকে এশিয়া কাপের দলে থাকলেও বিশ্বকাপ দলে সুযোগ পাননি অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার সামিউল্লাহ শেনওয়ারি।

সামিউল্লাহ ছাড়াও বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওয়ানডে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী এবং করিম জানাতেরও। বিশ্বকাপ দল নিয়ে নির্বাচকরা বলেন, ‘এশিয়া কাপ ছিল বিশ্বকাপের আগে দল দেখে নেওয়ার সুযোগ। রাসুলি চোট সেরে ফিরেছেন। ভালো ফর্মেও আছে। এজন্য তাকে নেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় নেওয়া হয়েছে সালিম সাফিকে।’

এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চমক দেখায় আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে হেরে  এশিয়া কাপ থেকে বিদায় নেয় নবীর দল। ১৬ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। দেখা যাক এশিয়া কাপের ব্যর্থতা ঘুচিয়ে সেখানে কতোটা সফল হয় আফগানরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর জন্য আফগানিস্তান দল:

মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতুল্লাহ উমরজাই, ডারউইস রাসুলি, ফরিদ আহমেদ, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সাফি এবং উসমান গণি।

বিশ্বকাপে আফগানিস্তান দলের স্ট্যান্ডবাই খেলোয়াড়:

আফসার জাজাই, শারাফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব এবং রহমত শাহ।

Exit mobile version