BJ Sports – Cricket Prediction, Live Score

ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লড়াই শুরু নিগারদের

ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লড়াই শুরু নিগারদের

অক্টোবর শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশের এশিয়া কাপের মূল পর্বের মিশন শুরু আজ থেকে। ঘরের মাঠে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু বাঘিনীদের।

নারী এশিয়া কাপ ক্রিকেটের আগের আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাছাড়া দেশের মাটিতে খেলবে তারা। সব মিলিয়ে দেশের মাটিতে শিরোপা ধরে রাখতে চাইবে নিগাররা। 

বিষয়ে অধিনায়ক নিগার সুলতানা বলেন, “নির্দিষ্ট কোন টার্গেট নয়, ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চাই আমরা। আমাদের লক্ষ্য দুটি। ভালো খেলা আর ট্রফি ধরে রাখা। আমরা ভালো খেলতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলছিও। সেটা ধরে রাখতে চাই। এই ট্রফিটা আমাদের ছিল। সেটা ধরে রাখার চেষ্টা করব। ভালো খেললেই সেটা সম্ভব।

প্রতপক্ষ নিয়ে ভাবছেন না জানিয়ে নিগার বলেন, “প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। অন্য টিম নিয়ে আমাদের ভাবনার কিছু নেই। আমরা আমাদের সেরাটা খেলতে চাই। প্ল্যান মত কাজ করতে পারলে আমরা সফল হব।

নিজেদের হোম ভেন্যু সিলেট হওয়ায় এই সুযোগটা কাজে লাগাতে চান নিগার, “মেয়েদের হোম ভেন্যু সিলেট। এখানে আমরা সবসময় খেলি। এই হোম ভেন্যুর সুবিধা কাজে লাগাতে চেষ্টা করব।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জাহানারা আলম। তার দলে ফেরাটা দলের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে নিগার বলেন,” ইনজুরি কাটিয়ে পেসার জাহানারা আলমের দলে ফেরা বাড়তি শক্তি হিসেবে কাজ করবে আমাদের।

দেখা যাক শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারে কিনা বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Exit mobile version