BJ Sports – Cricket Prediction, Live Score

ঘরের মাঠের বিশ্বকাপে চোখ রোহিতের

ঘরের মাঠের বিশ্বকাপে চোখ রোহিতের

Rohit's eyes on the World Cup at home

এবছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়নাডে বিশ্বকাপ। আর এই আসরে স্বাগতিক হয়ে খেলতে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ, সেহেতু শিরোপা জয়ের বিকল্প কিছু ভাবার কথা নয় ভারতের। দলটির অধিনায়ক রোহিতের কন্ঠেও শোনা গেছে সেই কথা। আর এই বিশ্বকাপে সাফল্য পেতে, নিজেদের তৈরি করে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

বছরের শুরু থেকে মাঠের ক্রিকেটে দাপট দেখিয়ে যাচ্ছে ভারত। ইতোমধ্যে শ্রীলংকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তারা। শ্রীলংকার বিপক্ষে অবশ্য টিটোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া সেই পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওয়ানডে ্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। তবে ্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ছাপিয়ে, বিশ্বকাপকে পাখির চোখ করছে ভারত।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারত অধিনায়ক রোহিত শর্মা  জানালেন, বিশ্বকাপকে ঘিরে তার দলের পরিকল্পনার কথা। ভারতীয় অধিনায়ক বলেন, ” আমাদের ্যাঙ্কিং কোথায় আছে, সেটা নিয়ে ভাবনার কিছু নেই। বলতে গেলে এসব আমরা দেখিও না। কয়েক মাস পর আমাদের জন্য বিশ্বকাপের মতো বড় আসর অপেক্ষা করছে। আমরা এটার জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্য এখনকার জয়গুলো বিশ্বকাপে কাজে দেবে।

বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতিটা সেরে রাখতে চায় ভারত। প্রসঙ্গে রোহিত আরো বলেন, ” বিশ্বকাপ মানে একটি বড় চ্যালেঞ্জ। ঘরের মাঠে আমাদের জন্য দায়িত্বটা আরো বড়। তবে আমরা সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকতে চাই। এখনো দলের বেশ কয়েকটি জায়গায় পরীক্ষানিরীক্ষা করতে হবে। বিশ্বকাপের আগে এসব গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সিরিজ জয়, আমাদের দলের আত্মবিশ্বাস বাড়াবে।

তো গেল পারফরম্যান্সের কথা। ভারতীয় দলের সবচেয়ে বড় শত্রু হতে পারে চোট। যেকোনো বড় আসর এলেই চোটে পড়ে যান একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বর্তমানে চোটের কারণে দলের বাইরে আছেন রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহর মতো ক্রিকেটাররা। যদিও দুইজন এখন সুস্থ হয়ে মাঠে ফেরার পথে। তবে বিশ্বকাপ পর্যন্ত চোটমুক্ত থাকতে, সর্বাত্মক ঝু্ঁকি এড়াতে চায় ভারত।

Exit mobile version