BJ Sports – Cricket Prediction, Live Score

ঘরের মাটিতে মেন ইন ব্লুজদের মুখোমুখি হতে যাচ্ছে উজ্জীবিত আফ্রিকানরা

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ক্রিকেট দল এখন টেস্ট এবং ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। যেখানে ৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সফরটি আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠেয় প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ০৩ জানুয়ারি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এবং তৃতীয় টেস্ট ম্যাচটি ১১ই জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডসে বসবে।

১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত মোট ৩৯টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে দক্ষিণ আফ্রিকা ১৫টি এবং ভারত ১৪টি ম্যাচে জয় লাভ করেছে ও ১০টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠেয় ৩ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে ম্যান ইন ব্লুদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা।

তবে ভারত তাঁদের সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলেছিল সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে। যেখানে কিউইদের বিপক্ষে তারা (১-০) ব্যবধানে সিরিজটি জয়ী হয়। অপরদিকে দক্ষিণ আফ্রিকাও তাঁদের শেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ী হয়েছিল।

তবে সর্বশেষ ৫টি টেস্ট সিরিজের মধ্যে ভারত ৩টি সিরিজে জয় লাভ করেছিল। পরাজিত হওয়া দুইটি সিরিজই ছিল কিউইদের বিপক্ষে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ৫টি টেস্ট সিরিজের মধ্যে কেবল মাত্র ২টিতে জয়ী হয়েছিল।

তাই এই দুই দলের পরিসংখ্যানের দিক থেকে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও দেশের ও দেশের বাইরের মাটিতে সর্বশেষ সিরিজগুলোর সাফল্যের কারণে ভারত দলের খেলোয়াড়রা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে। তবে এইবার প্রোটিয়াদের ঘরের মাটিতে খেলা। তাই তারা তাঁদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সিরিজটিকে স্মরণীয় করে রাখতে।

উল্লেখ্য আইসিসি এর টেস্ট রাঙ্কিং এ ভারতের অবস্থান ১ম এবং দক্ষিণ আফ্রিকা ৬ষ্ঠ স্থানে রয়েছে। তাই পয়েন্ট টেবিলের শক্ত অবস্থান তৈরি করতে হলে প্রোটিয়াদের এই সিরিজে পরিশ্রম করতে হবে।

টেস্ট দলের স্কোয়াড:

দক্ষিণ আফ্রিকা – ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, র‍্যাসি ভ্যান ডের ডুসেন, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, উয়ান মুল্ডার, প্রেনেলান সুব্রায়েন, কুইন্টন ডি কক, রায়ান রিকেল্টন, কাইল ভেরেইন, ক্যাগিসো রাবাদা, কেশব মহারাজ, গ্লেন্টন স্টুরম্যান, ডুয়ান অলিভিয়ার, বেউরান হেনড্রিক্স, লুঙ্গি এনগিডি, সিসান্দা মাগালা

ভারত – বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, মায়াঙ্ক আগারওয়াল, অজিঙ্কা রাহানে, প্রিয়াঙ্ক পাঞ্চাল, রবিচন্দ্রন অশ্বিন, হনুমা বিহারী, কেএল রাহুল, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্ত, জয়ন্ত যাদব, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর

দক্ষিণ আফ্রিকা ও ভারত টেস্ট ম্যাচের সময়সূচি:
১ম টেস্ট – ২৬-৩০ ডিসেম্বর, সুপারস্পোর্ট পার্ক (সেঞ্চুরিয়ান), ১৪:০০ (জিএমটি +৬)
২য় টেস্ট – ০৩-০৭ জানুয়ারি, ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), ১৪:০০ (জিএমটি +৬)
৩য় টেস্ট – ১১-১৫ জানুয়ারি, নিউল্যান্ডস (কেপ টাউন), ১৪:৩০ (জিএমটি +৬)

বক্সিং ডে থেকে শুরু হতে চলেছে ভারতীয়দের দক্ষিণ আফ্রিকা সফর। সিরিজের আরও আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version