গত রবিবার আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেই রেশ কাটতে না কাটতেই গতকাল মঙ্গলবার আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২২ এর সূচি প্রকাশ করেছে আইসিসি।
এবারের ফাইনালের ৩৩৫ দিন পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাটিতেই বসতে যাচ্ছে আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২২ যা আগামী ১৬ই অক্টোবর ২০২২ থেকে শুরু হবে। যেখানে সাতটি ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই সাতটি ভেন্যু হলো মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট এবং পার্থ।
সদ্য সমাপ্ত আসরের মতো ২০২২ সালেও প্রথমে আট দল নিয়ে হবে রাউন্ড-১। পরে সেখান থেকে বাছাইকৃত চার দল ও র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার-১২ এর ম্যাচ।
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর সুপার-১২ এ খেলা ১২টি দলই সরাসরি টি20 বিশ্বকাপ ২০২২ এ অংশগ্রহণ করবে। এর মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আট দল- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২২ এর সুপার-১২ এ খেলবে।
আর রাউন্ড-১ এ খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড যারা টি20 বিশ্বকাপ ২০২১ এর সুপার-১২ এ অংশ নিয়েছিল। বাছাইপর্ব থেকে আসা আরও চারটি দল যোগ দেবে প্রথম রাউন্ডের খেলায়। ২০২২ এর ফেব্রুয়ারিতে ওমান এবং জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে টি20 বিশ্বকাপের বাছাইপর্বের খেলা।
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২২ এর ১ম সেমি-ফাইনাল ম্যাচটি আগামী ৯ই নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠিত হবে। আর ২য় সেমি-ফাইনাল ১০ই নভেম্বর অ্যাডিলেড ওভালে বসবে। শেষে ১৩ই নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিকেটে বিশ্বের আরও আকর্ষণীয় খবরের জন্য Baji -র সাথেই থাকুন!