BJ Sports – Cricket Prediction, Live Score

গেইলের রেকর্ড ছোয়ার  পথে শোয়েব মালিক

গেইলের রেকর্ড ছোয়ার  পথে শোয়েব মালিক

এবার ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের রেকর্ডের দিকে ধাবিত হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। গেইলকে ছোঁয়ার আরও একধাপ অতিক্রম করলেন শোয়েব। টি – টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শোয়েব। সঙ্গে গেইলকে ছোয়ার পথে  আরও একধাপ এগিয়ে গেলেন এই পাকিস্তানি ক্রিকেটার। 

টি – টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ  তারকা গেইল নিজেকে নিয়ে গেছেন সাফল্যের উচ্চতর আসনে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে গড়েছেন অনেক রেকর্ড। টি – টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছেন এই ক্যারিবীয় কিংবদন্তি। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান সংগ্রহ করেছেন গেইল, যা টি – টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। 

এবার গেইলের এই রান সংগ্রহের তালিকায় নাম লেখানোর পথে শোয়েব মালিক।  গেইলের থেকে তিন ইনিংস কম খেলে ১২ হাজার ৩৫ রান করেছেন শোয়েব। আর শোয়েবের আগে এই ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন কিংবদন্তি  গেইল। 

লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শোয়েব এখন শ্রীলঙ্কায় আছেন। সেখানে জাফনা কিংসের হয়ে খেলছেন তিনি। জাফনার হয়ে কলম্বো স্টার্সের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। আর এর মাধ্যমে টি – টোয়েন্টি ক্রিকেটে  সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় গেইলের পরেই স্থান করে নিলেন শোয়েব। ১২ হাজার ৩৫ রান নিয়ে তিনি এখন দ্বিতীয় স্থানে।

৫৪৫ ইনিংস খেলে ১১ হাজার ৯১৫ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন ক্যারিবীয় অবসরপ্রাপ্ত অলরাউন্ডার কায়রন পোলার্ড। চতুর্থ স্থানে আছেন ভারতীয় ব্যাটিং দানব বিরাট কোহলি। ৩৪৩ ইনিংস খেলে তার সংগ্রহ ১১ হাজার ৩২৬ রান। পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৩৬ ইনিংসে তার সংগ্রহ ১১ হাজার  ৮০ রান। দেখা যাক শেষ পর্যন্ত গেইলকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়তে পারেন কিনা শোয়েব।

Exit mobile version