BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৮ সেপ্টেম্বর: সিপিএল ২০২২ (ম্যাচ ১০) – গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস 

গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস 

গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (ম্যাচ ১০) – হাইলাইটস

সিপিএল ২০২২ এর ১০ম ম্যাচে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। প্রথমে ব্যাটিং করতে নেমে ভাল একটি লক্ষ্য তৈরী করেন গায়ানা আমাজন ওয়ারিয়র্স। কিন্তু সেই লক্ষ্য তারা করতে নেমে সমপরিমান উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ৫টি ম্যাচের মধ্যে এটাই তাদের প্রথম জয়। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সেই সাথে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ভাল ব্যাটিং এবং বোলিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জিতে নেন ডুয়ান জ্যানসেন। 

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে আমন্ত্রন জানায় বোলিং এর জন্য। শুরুটা মোটেও ভাল ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে ৫ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন পল স্টার্লিং। ক্যাচ আউট হয়েছিলেন তিনি। এরপর চন্দ্রপল হেমরাজ এবং শাই হোপ মিলে খুব বুঝে শুনে খেলছিলেন। কিন্তু দলীয় ৭৫ রানের মাথায় এলবিডব্লিওর ফাঁদে পড়লে মাঠ ছাড়েন চন্দ্রপল হেমরাজ। ৩৮ বলে ৪৩ রানের সুন্দর একটি ইনিংস খেলেছিলেন তিনি। তার ৪৩ রানের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়। 

এর এক ওভার পরেই মাঠ থেকে বিদায় নেন ২৭ বলে ২০ রান করা শাই হোপ। এরপর কিছুক্ষনের মধ্যেই পড়ে যায় আরও দুই উইকেট একটি হল হেনরিক ক্লাসেন ও অন্যটি হচ্ছে রোমারিও শেফার্ড। ১ চারের সাহায্যে ৮ বলে ১০ রান করেন হেনরিক ক্লাসেন। ৫ বলে ৩ রান করেন রোমারিও শেফার্ড। ১৯ তম ওভারের শেষ বলে ক্যাচ আউট হন অধিনায়ক শিমরন হেটমায়ার। তাদের হয়ে সব থেকে বেশি রান করেছিলেন তিনি। মাত্র ২১ বল খেলে ১ চার ও ৪ ছয়ের সাহায্যে ৪৬ রান করেছিলেন তিনি। 

এছাড়া ১৬ বল খেলে ১৭ রানে অপরাজিত ছিলেন ওডেন স্মিথ এবং ১ রানে অপরাজিত ছিলেন কিমো পল। শেষে ২১ রান এক্সট্রা সহ নিধারিত ২০ ওভারে ১৬২ রান করেছিলেন তারা।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পক্ষে ২টি করে উইকেট নিয়েছিলেন ডুয়ান জ্যানসেন এবং আকিলা দানানঞ্জয়া। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন জন-রাস জাগেসার ও ডোয়াইন ব্রাভো।

লক্ষ্য ছিল ১৬৩ রানের। জবাবে ৬ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ বলে ১০ রান করে মাঠ থেকে বিদায় নেন ওপেনার এভিন লুইস। দলীয় ৬১ রানের মাথায় এলবিডব্লিওর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন ডিওয়াল্ড ব্রেভিস। ১৮ বলে ১৩ রান করে ছিলেন তিনি। 

এরপর ১৩ তম ওভারের শেষ বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তাদের হয়ে সবথেকে বেশি রান করা আন্দ্রে ফ্লেচার। ৪ চারের সাহায্যে ৩৮ বলে ৪১ রান করেছিলেন তিনি। এরপর একে একে মাঠ ছাড়েন শেরফেন রাদারফোর্ড (৬), ডোয়াইন ব্রাভো(৪), এবং ড্যারেন ব্রাভো(২২ বলে ২১)। এছাড়া ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ডোয়াইন প্রিটোরিয়াস  এবং ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ডুয়ান জ্যানসেন। শেষে ১৮ রান এক্সট্রা সহ জয়লাভ করে তারা। 

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের পক্ষে ২ টি করে উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড ও ওডেন স্মিথ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির ও তাবরেজ শামসি।


গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এর স্কোরবোর্ড

গায়ানা আমাজন ওয়ারিয়র্স১৬২/৬ (২০.০)

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস – ১৬৩/৬ (১৯.৪)

ফলাফল – সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৪ উইকেটে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডুয়ান জ্যানসেন



গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ম্যাচের একাদশ

গায়ানা আমাজন ওয়ারিয়র্স শিমরন হেটমায়ার (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), চন্দ্রপল হেমরাজ, পল স্টার্লিং, রোমারিও শেফার্ড, শাই হোপ, কিমো পল, ওডেন স্মিথ, ইমরান তাহির, গুদাকেশ মতি, তাবরেজ শামসি
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, এভিন লুইস, শেরফেন রাদারফোর্ড, ডিওয়াল্ড ব্রেভিস, ডুয়ান জ্যানসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, জন-রাস জাগেসার, শেলডন কটরেল, আকিলা দানানঞ্জয়া 
Exit mobile version