BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিস গেইলের পাশে বাবর আজম

ক্রিস গেইলের পাশে বাবর আজম

টিটোয়েন্টি ক্যারিয়ারে আবার রেকর্ড গড়লেন পাক অধিনায়ক বাবর আজম। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ছাড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পাশে স্থান করে নিলেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন এই পাক তারকা। 

২৩ সেপ্টেম্বর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ফিরেছেন বাবর আজম। খেলতে নেমেই দেখা পেয়েছেন শতরানের। ৬৬ বলে ১১ চার এবং ছক্কা দিয়ে করেছেন অপরাজিত ১১০ রান। সাথে টপকে গিয়েছেন বিরাট কোহলিকে। এই ম্যাচটির মাধ্যমে টিটোয়েন্টি ক্যারিয়ারে দ্রুততম হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন পাকিস্তানি এই অধিনায়ক।

২১৮ ইনিংসে হাজার রানের মাইলফলকটি পূর্ণ করেছেন তিনি। ভারতীয় তারকা বিরাট কোহলির এই রান করতে খেলতে হয়েছে ২৪৩ ইনিংস। বিরাটের থেকে ২৫ ইনিংস কম খেলে তালিকায় এখন দ্বিতীয় সর্বোচ্চ স্থানে বাবর। বিরাট কোহলিকে টপকে গেলেও তালিকায় শীর্ষে আছেন ক্রিস গেইল। মাত্র ২১৩ ইনিংস খেলে হাজার রানের রেকর্ডটি এখনও ধরে আছেনইউনিভার্স বসখ্যাত গেইল। 

এই রেকর্ডের তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২৫৪ ইনিংস খেলে হাজার রানের দেখা পেয়েছেন তিনি। পঞ্চম স্থানে আছেন আরও এক অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা। ডেভিড ওয়ার্নার। হাজার রান করতে তার খেলতে হয়েছে ৩৫৬ ইনিংস।

এশিয়া কাপে ঠিক ছন্দে ছিলেননা বাবর আজম।ব্যাট হাতে রানের দেখা পাননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। ফলে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ব্যাট হাতেই যেন তার জবাব দিলেন তিনি। এদিকে রেকর্ড গড়ে গেইলের পাশে বসায় অনেকে তাকে শুভেচ্ছাও জানিয়েছে।

Exit mobile version