BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিস গেইলকে ছাড়িয়ে যাওয়ার মিশনে রোহিত শর্মা

This time Indian opener Rohit Sharma is on a mission to surpass the Caribbean star. 

Rohit Sharma on a mission to surpass Chris Gayle

ক্রিকেট মানেই যদি ব্যাটে-বলে রেকর্ড গড়ার খেলা হয়, তবে সেই রেকর্ড ভেঙে দেওয়াই যেন আরেকজনের দায়িত্ব। রেকর্ড ভাঙা-গড়ার এই খেলাটা যারা একটু বেশিই পছন্দ করেন, তাদের মধ্যে ক্রিস গেইল, রোহিত শর্মাদের নাম হয়ত উপরের তালিকায় থাকবে। এবার ক্যারিবিয় তারকাকে ছাড়িয়ে যাওয়ার মিশনে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। 

বলকে শূন্যে উড়িয়ে সীমানার ওপারে নিয়ে ফেলার দৃশ্যটা দর্শকদের চোখে একটু বেশিই পছন্দ। টি টোয়েন্টির এই যুগে ক্রিকেট যেন বোলারদের অপেক্ষা ব্যাটসম্যানদের খেলা। ক্রিকেটে ছক্কা মারার সবচেয়ে বড় কারিগর হিসেবে পরিচিত ‘দ্য ইউনিভার্স বস’ গেইল। পরিসংখ্যানও বলছে একই কথা। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৫৩টি ছক্কার রেকর্ড গেইলের।

এদিকে গেইলের সেই রেকর্ড ভাঙার দৌঁড়ে সবার আগে রয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক অবশ্য এখনো খুব একটা কাছে যেতে পারেননি। এখন পর্যন্ত ৪৭৭টি ছক্কা হাঁকিয়ে গেইলের চেয়ে ৭৬টি ছক্কায় পিছিয়ে রয়েছেন তিনি। তবে যে গতিতে আগাচ্ছেন, তাতে গেইলেক ছাড়িয়ে এই রেকর্ডটি নিজের দখলে নেওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল রোহিতের।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের মধ্যে সেরা পাঁচে আছেন এক পাকিস্তানি এবং দুইজন নিউজিল্যান্ডের ক্রিকেটার । ৪৭৬টি ছক্কা হাঁকিয়ে শহিদ আফ্রিদির অবস্থান তিন নম্বরে। চার নম্বরে থাকা সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ছক্কা ৩৯৮টি। পাঁচ নম্বরে থাকা মার্টিন গাপটিলের ছক্কা ৩৭৯টি।

Exit mobile version