BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৯ এবং ৩০ আগস্ট: সিপিএল ২০২১ (ম্যাচ ৭ এবং ৮)

সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মধ্যে সিপিএল ২০২১ এর ৭ম ম্যাচ এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স মধ্যে সিপিএল ২০২১ এর ৮ম ম্যাচ গতকাল এবং আজ মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই। 

সিপিএল ২০২১ ম্যাচ ৭ (সেন্ট লুসিয়া কিংস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স)

সিপিএল এর ৭ম ম্যাচে রোস্টন চেজের অল-রাউন্ডার নৈপুণ্যে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫ রানের এক দুর্দান্ত জয় পেয়েছে সেন্ট লুসিয়া কিংস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে কিংস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন টিম ডেভিড (৩২ বলে ৪৩)। এছাড়া চেজ ২৪ বলে ৩০ রানের একটি কার্যকারী ইনিংস খেলেন। নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেন রবি রামপাল (৩-২৯, ৪ ওভার)।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংসের বোলারদের বোলিং তোপে নাইট রাইডার্সের রানের গতি মন্থর হয়ে পড়ে। উইকেট বেশি না হারালেও বোলারদের মিতব্যয়ী বোলিংয়ে চাপে পড়ে যায় ব্যাটসম্যানরা। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৩৫ রানের। যেখানে ১৯ তম ওভারে আসে ২১ রান। তাই শেষ ওভারে দরকার হয় আর মাত্র ১৪ রানের। কিন্তু টিম সেইফার্ট ও কলিন মুনরো চেষ্টা করেও ওহাব রিয়াজের করা শেষ ওভারে ৮ রানের বেশি তুলতে পারেনি। 

শেষে ৩ উইকেট হারিয়ে ১৫২ রানে শেষ হয় কিংসের ইনিংস। সেইফার্ট ও মুনরো দুইজনেই নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন। কিংসের হয়ে চেজ, ওহাব রিয়াজ এবং কিমো পল প্রত্যেকেই ১টি করে উইকেট তুলে নেন।

স্কোরবোর্ড:
সেন্ট লুসিয়া কিংস – ১৫৭/৫ (২০.০)
ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৫২/৩ (২০.০)
ফলাফল – সেন্ট লুসিয়া কিংস ৫ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – রোস্টন চেজ


সিপিএল ২০২১ ম্যাচ ৮ (সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)

সিপিএল এর ৮ম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৬ উইকেটের বিশাল জয় লাভ করেছে। টসে জিতে ব্যাটিং করতে নেমে ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। এছাড়া শিমরন হেটমায়ার ৩৫ বলে ৫২ রান করেন। প্যাট্রিয়টসের হয়ে পল ভ্যান মেকারেন সর্বাধিক উইকেট তুলে নেন (২-২৩, ৪ ওভার)। 

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্যাট্রিয়টসের দুই ওপেনার এভিন লুইস ও ডেভন থমাস ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন। এরপর লুইস (৩০) এবং থমাস (৩১) সাজঘরে ফিরে গেলে দলের হাল ধরেন শেরফেন রাদারফোর্ড। ১ চার ও ৬ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। তাঁর যোগ্য সঙ্গী হিসেবে উইকেটে ছিলেন ডোয়াইন ব্রাভো (২২)। রাদারফোর্ডের এই বিধ্বংসী ইনিংসের সৌজন্যেই ৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্যাট্রিয়টস। ওয়ারিয়র্সের হয়ে ইমরান তাহির সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। 

স্কোরবোর্ড:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স – ১৬৬/৩ (২০.০)
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস – ১৬৮/৪ (১৯.২)
ফলাফল – সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৬ উইকেটে জয়ী

সিপিএল ২০২১ দিন দিন উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এর সকল আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন! 

Exit mobile version