BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৮ ডিসেম্বর: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ২৪), দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (১ম টেস্ট – ৩য় দিন)

বিবিএল ২০২১/২২ এর ২৪তম ম্যাচ সিডনি থান্ডার ও পার্থ স্কোর্চার্সের মধ্যে এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে ১ম টেস্টের ৩য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। 

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ২৪ (সিডনি থান্ডার বনাম পার্থ স্কর্চার্স)

বিবিএল ২০২১/২২ এর ২৪তম ম্যাচে ক্যানবেরার মানুকা ওভালে অপরাজেয় পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩৪ রানের এক দুর্দান্ত জয় পেয়েছে সিডনি থান্ডার। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানের বড় স্কোর সংগ্রহ করে থান্ডার।

থান্ডারের হয়ে ১০ চার ও ২ ছক্কায়, ৩৫ বলে সর্বোচ্চ ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটার স্যাম বিলিংস। এছাড়া জেসন সংঘ ৪৬ বলে ৫৬ রান করেন। স্কর্চার্সের হয়ে ম্যাথু ক্যালি সর্বাধিক ৩টি এবং মিচেল মার্শ ২টি করে উইকেট শিকার করেন।

২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে থান্ডারের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমে যায় স্কর্চার্সের ইনিংস। দলের হয়ে কলিন মুনরো ৪৩ বলে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন। এছাড়া শেষদিকে ২৫ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যান্ড্রু টাই। থান্ডারের পক্ষে নাথান ম্যাকঅ্যান্ড্রু সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ক্রিস গ্রিন এবং সাকিব মাহমুদ ২টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে সিডনি থান্ডার। অপরদিকে পরাজিত হয়ে পার্থ স্কর্চার্স এখনও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

সিডনি থান্ডার – ২০০/৭ (২০.০)

পার্থ স্কর্চার্স – ১৬৬/৮ (২০.০) 

ফলাফল – সিডনি থান্ডার ৩৪ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – স্যাম বিলিংস


দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (১ম টেস্ট – ৩য় দিন)

তিন উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করা ভারতীয় ক্রিকেট দল, ক্রিজে থাকা কেএল রাহুল (১২২) ও অজিঙ্কা রাহানে (৪০) নিয়ে তৃতীয় দিন সকালে মাঠে নামে। সেখান থেকে মাত্র ৪৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রানে গুটিয়ে যায় তারা। 

১৭ চার ও ১ ছক্কায়, ২৬০ বলে ১২৩ রানের ইনিংস খেলে দিনের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার দারুণ এক ডেলিভারিতে প্যাভিলিয়নে ফিরেন রাহুল। দুই ওভার পর লুঙ্গি এনগিদির বলে সাজঘরে ফিরে যান আরেক ব্যাটার অজিঙ্কা রাহানে (৪৮)। এরপর টানা চার ওভারে চারটি উইকেট হারায় ভারত।

একে একে উইকেট বিলিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন (), ঋষভ পন্ত (), শার্দুল ঠাকুর (), মোহাম্মদ শামি () শেষ ব্যাটার হিসেবে যশপ্রীত বুমরাহ আউট হন ১৪ রান করে। প্রোটিয়াদের হয়ে ৭১ রানে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন লুঙ্গি এনগিদি। এছাড়া কাগিসো রাবাদা ৩টি এবং মার্কো জ্যানসেন ১টি করে উইকেট তুলে নেন।

১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে ১৯৭ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া কুইন্টন ডি কক ৩৪ রাবাদা ২৫ রানের দুটি ইনিংস খেলেন। ম্যান ইন ব্লুদের হয়ে ৪৪ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন শামি। এছাড়া যশপ্রীত বুমরাহ ও শার্দুল ঠাকুর ২টি এবং মোহাম্মদ সিরাজ ১টি করে উইকেট তুলে নেন।

১৩০ রানের বড় লিড পাওয়ার পরেও তৃতীয় দিনের শেষ বিকেলটা নির্বিঘ্নে কাটাতে পারেনি ভারত। তৃতীয় দিন শেষে ৬ ওভারে ১ উইকেটে হারিয়ে ১৬ রান সংগ্রহ করে বিরাট কোহলির দল। মায়াঙ্ক আগারওয়াল ৪ রান করে সাজঘরে ফিরেন। এছাড়া কেএল রাহুল ৫ রানে এবং নাইটওয়াচম্যান শার্দুল ঠাকুর ৪ রানে অপরাজিত আছেন।

স্কোরবোর্ড

ভারত (১ম ইনিংস) – ৩২৭/১০ (১০৫.৩)

দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) – ১৯৭/১০ (৬২.৩)

ভারত (২য় ইনিংস) – ১৬/১ (৬.০)

Exit mobile version