BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৮ আগস্ট: অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে (১ম ওডিআই)

অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে (1st ODI) Highlights

অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে (১ম ওডিআই) – হাইলাইটস

আজ বাংলাদেশ সময় ভোরে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে। কম শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্রথমে ব্যাটিং-এ একটি ভাল লক্ষ্যই দাড় করিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং এর কারনে খুব সহজেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া এবং হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে জিম্বাবুয়ের। সেই সাথে সিরিজ জয়ের দিকে এক ধাপ এগিয়েও যায় অস্ট্রেলিয়া। অন্যদিকে অসামান্য বোলিং করে ম্যাচ সেরার খেতাব পেয়েছেন ক্যামেরন গ্রিন। তার বোলিং এর কারনেই জিম্বাবুয়ের লাইনআপে ধস নেমেছিল। 

দীর্ঘ ১৮ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে জিম্বাবুয়ে। তবে তাদের সফরের শুরুটা মোটেও ভালো হয়নি। টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের সহজ জয়ে বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট পেয়েছে অসিরা।   

ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করা জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২০০ রানে। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। জবাবে ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৩৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। 

জিম্বাবুয়ের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথমে ইনোসেন্ট কাইয়া আউট হলেও তিন নম্বরে নামা ওয়েসলে মাধভেরে ও আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ভালো কিছুর সম্ভাবনা জাগান। কিন্তু শেষে ভাল কিছু আর হয়নি।

৪০ বল খেলে ১৭ রানে আউট হয়েছিলেন ইনোসেন্ট কাইয়া। সাথে মেরেছিলেন ২টি চার। এরপর ওয়েসলে মাধভেরেকে ছেড়ে চলে যান মারুমানি। মারুমানি আউট হয়ে যান ৪৫ রানের সুন্দর একটি ইনিংস খেলে। ৬১ বল খেলে ৪টি চার মেরেছিলেন তিনি। এরপর মাধভেরের সাথে কেউই মাঠে বেশিক্ষন থাকতে পারলেন না। ১৪ বল খেলে ৭ রান করে মাঠ ছাড়েন টনি মুনিওঙ্গা। ২৪ বল খেলে ৫ রান করেন রাজা। 

এরপর ক্যারিয়ার সেরা ইনিংস খেলে মাঠ ছাড়েন মাধভেরে। আউট হওয়ার আগে ৯১ বলে ৭২ রানের সুন্দর একটি ইনিংস খেলেছিলেন তিনি। তার ৭২ রানের ইনিংসে ছিল ৪টি চার। 

শেষ দিকের ব্যাটাররা কেউই তেমন কিছু করতে পারেননি। শেষের ৬ উইকেট মাত্র ১৫ রানের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। অধিনায়ক রেজিস চাকাবভা কিছুক্ষন মাঠে থাকলেও ৩৩ বল খেলে ৩১ রান করে ফিরে যান সাজঘরে। ৩টি চারও মেরেছিলেন তিনি। এছাড়া রায়ান বার্ল (২), লুক জংওয়ে (৩), ব্র্যাড ইভান্স (৫), ভিক্টর নিয়াউচি (২) সবাই একে একে মাঠ ছাড়েন। শেষে ১১ রান এক্সট্রা সহ ২০১ রানের লক্ষ্য তৈরী করেছিল তারা। 

অস্ট্রেলিয়ার পক্ষে ক্যামেরন গ্রিন ৩৩ রানে ৫ উইকেট ও লেগস্পিনার অ্যাডাম জাম্পার শিকার ৫৭ রানে ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন মিচেল মার্শ ও মিচেল স্টার্ক।

জিম্বাবুয়ের দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। অধিনায়ক ফিঞ্চ সাজঘরে ফিরে যান ১৫ রান করে। স্টিভ স্মিথের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে আউট হন ওয়ার্নার। তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৭ রান।

এরপর হতাশ করেন অ্যালেক্স ক্যারে (১০), মার্কাস স্টয়নিস (১৯) ও মিচেল মার্শরা (২)। দলীয় ১৫৫ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েলের ৯ বলে ৩২ রানের টর্নেডো ইনিংসে দ্রুতই ম্যাচ শেষ করে তারা। স্মিথ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮০ বলে ৪৮ রান করে। শেষে ১৮ রান এক্সট্রা সহ জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। 

জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন রায়ান বার্ল। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও রিচার্ড নাগারভা। 


অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে এর স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া – ২০১/৫ (৩৩.৩)

জিম্বাবুয়ে – ২০০/১০ (৪৭.৩) 

ফলাফল – অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ক্যামেরন গ্রিন 



অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে ম্যাচের একাদশ

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড
জিম্বাবুয়ে রেজিস চাকাবভা (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাদিওয়ানাশে মারুমানি, ইনোসেন্ট কাইয়া, টনি মুনিওঙ্গা, ওয়েসলি মাধভেরে, রায়ান বার্ল, সিকান্দার রাজা, ব্র্যাড ইভান্স, লুক জংওয়ে, রিচার্ড নাগারভা, ভিক্টর নিয়াউচি
Exit mobile version