BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৭ আগস্ট: এশিয়া কাপ ২০২২ – ম্যাচ ১ (শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান)

Asia Cup 2022 – Match 01 (SL vs AFG) Highlights - ft

Asia Cup 2022 – Match 01 (শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান) Highlights

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (ম্যাচ ১) – হাইলাইটস

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শনিবার (২৭ আগস্ট) শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। লঙ্কানদের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১০.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগান বাহিনী।

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হজরতউল্লাহ জাজাই এবং রহমানউল্লাহ গুরবাজের ওপেনিং জুটিতেই ৮৩ রান তুলে নেয় আফগানিস্তান। গুরবাজ ৩ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে হাসারাঙ্গার বলে বোল্ড হলে ভাঙে এই জুটি। দল যখন জয় থেকে মাত্র ৩ রান দূরে, ইব্রাহিম জাদরান ১৩ বলে ১৫ করে রানআউটের ফাঁদে পড়েন।

তবে জাজাই বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। ৫ বাউন্ডারি এবং এক ছক্কায়, ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। সঙ্গে ২ রানে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ জাদরান। এর আগে ইনিংসের ২ বল বাকি থাকতে ১০৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। প্রথম ওভারেই তোপ দাগেন আফগানদের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ফজলহক ফারুকি। বাঁহাতি এই পেসার ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) এবং চারিথ আসালাঙ্কাকে (০)।

কুশলের আউটটিতে আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে উইকেট পায় আফগানিস্তান। সেই ধাক্কার মাঝেই পরের ওভারে আরও এক উইকেট হারায় লঙ্কানরা। নবীন-উল-হকের লেগকাটার না বুঝেই মিডঅনে খেলতে চেয়ে উইকেটের পেছনে এজ হন পাথুম নিসাঙ্কা (৩)। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা।

ফজলহক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা। সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপক্ষ এবং দানুশকা গুনাতিলাকা। রাজাপক্ষের ছক্কা এবং গুনাতিলাকার বাউন্ডারিতে ওই ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লঙ্কানরা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাতিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার।

ইনিংসের দশম ওভারে আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকারে পরিণত হন হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নবীর হাতে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।

পরের ওভারে নবীর বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন অধিনায়ক দাসুন শানাকাও (০)। শ্রীলঙ্কার বড় স্কোর গড়ার স্বপ্ন শেষ সেখানেই। নাবির করা ইনিংসের ১৩তম ওভারে টানা দুই বলে দুই রানআউট শেষ আশাটাও শেষ করে দিয়েছে লঙ্কানদের। ২৯ বলে ৩৮ রান করে ভানুকা রাজাপক্ষ ফেরার পর মহীশ তিকশানাও রানআউট হয়ে সাজঘরে ফিরেন।

৭৫ রানে ৯ উইকেট হারানো লঙ্কানদের এরপর একাই টেনে নিয়েছেন লোয়ার অর্ডারের চামিকা করুনারত্নে। শেষ উইকেটে দিলশান মাদুশাঙ্কাকে নিয়ে করুনারত্নে ৩০ রানের লড়াকু এক জুটি গড়ে তোলেন। যেখানে মাদুশাঙ্কা’র অব্দান মাত্র ১ রান। অপরদিকে ৩৮ বলে ৩১ রান করে ইনিংসের শেষ ওভারে এসে ফারুকির বলে বোল্ড হন করুনারত্নে।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিল ফারুকি। মাত্র ১১ রানে ৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। দুটি করে উইকেট মোহাম্মদ নবী এবং মুজিব উর রহমানের।


শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা – ১০৫/১০ (১৯.৪)

আফগানিস্তান – ১০৬/২ (১০.১)

ফলাফল – আফগানিস্তান ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ফজলহক ফারুকি



শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাতিলাকা, ভানুকা রাজাপক্ষ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, এবং মাথিশা পাতিরানা।
আফগানিস্তান মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নবীন-উল-হক, এবং ফজলহক ফারুকি।
Exit mobile version