BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৬ জানুয়ারি: বিবিএল ২০২১/২২ (চ্যালেঞ্জার)

বিবিএল ২০২১/২২ এর চ্যালেঞ্জার ম্যাচটি গতকাল সিডনি সিক্সার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে মাঠে গড়িয়েছে। 

বিবিএল ২০২১/২২ – চ্যালেঞ্জার (সিডনি সিক্সার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স)

বিবিএল ২০২১/২২ এর চ্যালেঞ্জার ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হেইডেন কের এর হার না মানা ইনিংসের সৌজন্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ উইকেটের এক দুদান্ত জয় পেয়েছে সিডনি সিক্সার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে স্ট্রাইকার্স।

স্ট্রাইকার্সের পক্ষে জনাথন ওয়েলস ৫ চার ও ১ ছক্কায়, ৪৭ বলে সর্বোচ্চ অপরাজিত ৬২ রান করেন। এছাড়া ইয়ান ককবেইন ৪৮ এবং ম্যাট রেনশ ৩৬ রানে অপরাজিত থাকেন। সিক্সার্সের হয়ে শন অ্যাবট সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া স্টিভ ও’কিফ ১টি উইকেট তুলে নেন।

স্ট্রাইকার্সের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০১ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে সিক্সার্স। তখনও দলটির ৩৫ বলে আরো ৬৭ রান দরকার ছিল। এরপর দলকে জয়ের দিকে নিয়ে যান হেইডেন কের ও শন অ্যাবট। ২০ বলে ৪১ রানের ঝড় তুলে অ্যাবট বিদায় নিলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হেইডেন।

১০ চার ও ২ ছক্কায়, ৫৮ বলে অপরাজিত ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেইডেন। সিক্সার্সের হয়ে বলার মতো আর কেউ স্কোর করতে পারেননি। অধিনায়ক ময়জেস হেনরিকস ১৩ ও জ্যাক কের্ডার ১০ রান করেন। স্ট্রাইকার্সের হয়ে হ্যারি কনওয়ে ও হেনরি থর্নটন সর্বাধিক ২টি এবং পিটার সিডল ১টি করে উইকেট তুলে নেন।

দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন হেইডেন কের। এছাড়া শুক্রবার বিবিএল ২০২১/২২ এর ফাইনালে পার্থ স্কচার্স ও সিডনি সিক্সার্স মুখোমুখি হবে।

স্কোরবোর্ড

অ্যাডিলেড স্ট্রাইকার্স – ১৬৭/৪ (২০.০)

সিডনি সিক্সার্স – ১৭০/৬ (২০.০)

ফলাফল – সিডনি সিক্সার্স ৪ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – হেইডেন কের

Exit mobile version