BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৫ জুলাই: জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (৩য় টি20), শ্রীলঙ্কা বনাম ভারত (১ম টি20)

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং ভারত-শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি গতকাল মাঠে গড়িয়েছিল। আসুন ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি একটি ঝলক দেখে নিই।

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (৩য় – টি20) 

হারারেতে তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। ১৯৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে সৌম্য সরকারের অল-রাউন্ডার নৈপুণ্যে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেভারে ৬ চারে, ৩৬ বলে ৫৪ এবং রেজিস চাকাভা ৬ ছক্কায়, ২২ বলে ৪৮ রানের বিধ্বংসী দুইটি ইনিংস খেলেন। শেষে রায়ান বার্লের ৩ চার ও ২ ছক্কায়, ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন সৌম্য সরকার (২-১৯, ৩ ওভার)।

১৯৪ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে টাইগাররা। পাওয়ার প্লের ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা। মোহাম্মদ নাঈম (৩), সাকিব আল হাসান (২৫) ও আফিফ হোসেন (১৪) সাজঘরে ফিরে গেলেও সৌম্য ও মাহমুদউল্লাহ দলকে জয়ের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দেন। সৌম্য ৯ চার ও ১ ছক্কায়, ৪৯ বলে ৬৮ রান করেন। ২৮ বলে ৩৪ রান করেন মাহমুদউল্লাহ। শেষে শামীম হোসেনের ৬ বাউন্ডারিতে, ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে চার বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। 

ব্লেসিং মুজারাবানি ও লুক জঙ্গুয়ে জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেন। দুর্দান্ত অল-রাউন্ডার নৈপূণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়ে, সিরিজ সেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি।

এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টাইগাররা। এর আগে একমাত্র টেস্টে স্বাগতিকদের পরাজিত করে সফরকারী। অন্যদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে হোয়াইওয়াস করে বাংলাদেশ।

স্কোরবোর্ড:
জিম্বাবুয়ে – ১৯৩/৫ (২০.০)
বাংলাদেশ – ১৯৪/৫ (১৯.২)
ফলাফল – বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – সৌম্য সরকার
প্লেয়ার অফ দি সিরিজ – সৌম্য সরকার


শ্রীলঙ্কা বনাম ভারত (১ম – টি20)

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয় দিয়েই শুরু করল দ্বিতীয় স্থান অর্জনকারী ভারতীয় দলটি। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এর মধ্য দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অর্ধশতক হাঁকান সূর্যকুমার যাদব। ৫ চার ও ২ ছক্কায়, ৩৪ বলে ৫০ রানের ইনিংসে খেলেন তিনি। অধিনায়ক শিখর ধাওয়ান খেলেন ৩৬ বলে ৪৬ রানের ইনিংস। লঙ্কানদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন দুষ্মন্ত চামিরা ও ওয়ানিদু হাসারাঙ্গা।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৬ রানেই ‍গুটিয়ে যায় শ্রীলঙ্কা। চরিত আসালঙ্কার ২৬ বলে ৪৪ ও আভিশকা ফার্নান্দোর ২৩ বলে ২৬ রানের ইনিংস জয়ের স্বপ্ন দেখালেও ভুবনেশ্বর কুমারের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং অর্ডার। ১১১ থেকে ১২৬-এই ১৫ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩.৩ ওভার বল করে মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভুবনেশর কুমার। দুটি উইকেট নিয়েছেন দীপক চাহারও।

স্কোরবোর্ড:
ভারত – ১৬৪/৫ (২০.০)
শ্রীলঙ্কা – ১২৬/১০ (১৮.৩)
ফলাফল – ভারত ৩৮ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – ভুবনেশর কুমার

বিশ্বজুড়ে সব জমজমাট ক্রিকেট ম্যাচগুলো চলছে। তাদের সম্পর্কে আরও খবর জানতে Baji –র সাথেই থাকুন!

Exit mobile version