BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২১শে নভেম্বর: ভারত বনাম নিউজিল্যান্ড (৩য় টি20), শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টেস্ট – ১ম দিন)

ভারতের নিউজিল্যান্ড সফরের ৩য় টি-টোয়েন্টি ম্যাচ এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ১ম টেস্টের ১ম দিন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

ভারত বনাম নিউজিল্যান্ড (৩য় – টি20)

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩য় ও শেষ ম্যাচে রবিবার রাতে কলকাতার ইডেন গার্ডেনে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ৭৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। সেই সাথে টি২০ সিরিজে ম্যান ইন ব্লুদের কাছে হোয়াইট ওয়াশ হল কিউইরা (৩-০)।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানের বড় স্কোর সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা ৬ চার ও ২ ছক্কায়, ৩১ বলে সর্বোচ্চ ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া ইশান কিষান ২৯ এবং শ্রেয়াস আইয়ার ২৫ রান করেন। শেষ দিকে দীপক চাহার ৮ বলে ২১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। কিউইদের হয়ে মিচেল স্যান্টনার সর্বাধিক ৩টি উইকেট তুলে নেন।

১৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে তাসের ঘরের মত ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। ওপেনার মার্টিন গাপটিল ৩৬ বলে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। এছাড়া টিম সেফার্ট ১৮ বলে ১৭ রান করেন ও লকি ফার্গুসন ৮ বলে ১৪ রান করেন। এই তিন জন ছাড়া ব্ল্যাক ক্যাপসদের হয়ে আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি।

শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১১১ রান তুলতে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৩ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। এছাড়া হার্শাল প্যাটেল ২টি এবং ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল ও দীপক ১টি করে উইকেট শিকার করেন।

স্কোরবোর্ড:
ভারত – ১৮৪/৭ (২০.০)
নিউজিল্যান্ড – ১১১/১০ (১৭.২)
ফলাফল – ভারত ৭৩ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – অক্ষর প্যাটেল
প্লেয়ার অফ দ্য সিরিজ – রোহিত শর্মা


শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট – ১ম দিন)

গতকাল সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দ্য গলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে। এই সিরিজটি আবার শ্রীলঙ্কার কোচ হিসেবে মিকি আর্থারের শেষ সিরিজ। প্রথম দিনই দারুণ অবস্থানে রয়েছে লঙ্কানরা। ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে নিয়েছে তাঁরা।

ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং দিমুথ করুণারত্নে। উদ্বোধনী জুটিতেই ১৩৯ রানের বড় স্কোর সংগ্রহ করেন এই দুই ব্যাটসম্যান। ১৪০ বল খেলে ৫৬ রান করে নিসাঙ্কা প্যাভিলিয়নে ফিরে গেলেও করুণারত্নে ক্যারিয়ারের ১৩ তম শতক তুলে নেন। দিন শেষে তিনি ১৩ বাউন্ডারিতে, ২৫৬ বল খেলে ১৩২ রানে অপরাজিত আছেন।

টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দো (৩) এবং অ্যাঞ্জেলো ম্যাথুস (৩) রোস্টন চেজের অফ স্পিনের ফাঁদে ধরা পড়ে দ্রুত সাজঘরে ফিরেন। তবে চতুর্থ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা দারুণ এক জুটি গড়ে তোলেন করুণারত্নের সঙ্গে। দু’জন অবিচ্ছিন্ন রয়েছেন ৯৭ রানে। ৭৭ বলে ৫৬ রান করে অপরাজিত রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। ক্যারিবীয়দের হয়ে রোস্টন চেজ ২টি এবং শ্যানন গ্যাব্রিয়েল ১টি করে উইকেট তুলে নেন।

স্কোরবোর্ড:
শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ২৬৭/৩ (৮৮.০)

ক্রিকেটের দীর্ঘ ভার্সনের পাশাপাশি সংক্ষিপ্ত ভার্সনেরও কিছু দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন চলছে। তাদের আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!   

Exit mobile version