BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৩ ফেব্রুয়ারি: পিএসএল ২০২২ (ম্যাচ ১৯ এবং ম্যাচ ২০)

পিএসএল ২০২২ এর ১৯তম ম্যাচ পেশোয়ার জালমি এবং করাচি কিংসের মধ্যে এবং পিএসএল ২০২২ এর ২০তম ম্যাচটি লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

পিসিএল ২০২২ – ম্যাচ ১৯ (পেশোয়ার জালমি বনাম করাচি কিংস)

পিসএল ২০২২ এর ১৯তম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ৫৫ রানের বড় জয় পেয়েছে পেশোয়ার জালমি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে জালমি।

জালমির পক্ষে, ওপেনার হযরতউল্লাহ জাযাই ৪২ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। আর এক ওপেনার মোহাম্মদ হারিস ৩ চার ও ৪ ছক্কায়, ২৭ বলে সর্বোচ্চ ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া শোয়েব মালিক (২১ বলে ৩১ রান) এবং বেন কাটিং (১৫ বলে ২৬ রান) কার্যকারী দুটি ইনিংস খেলেন। কিংসের হয়ে ক্রিস জর্ডান সর্বাধিক ৩টি উইকেট তুলে নেন।

১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জালমির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতেই থেমে যায় কিংসের ইনিংস। দলের পক্ষে ৪৬ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া উইকেট রক্ষক ব্যাটার জো ক্লার্ক ২৬ রান করেন। জালমির হয়ে সালমান ইরশাদ এবং ওহাব রিয়াজ সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ উমর ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে পেশোয়ার জালমি। অপরদিকে করাচি কিংস পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
পেশোয়ার জালমি – ১৯৩/৬ (২০.০)
করাচি কিংস – ১৩৮/৬ (১৫.৫)
ফলাফল – পেশোয়ার জালমি ৫৫ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মোহাম্মদ হারিস


পিসিএল ২০২২ – ম্যাচ ২০ (লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স)

রবিবার পিসএল ২০২২ এ ডাবল হেডারের ২য় ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৮ উইকেটের এক বিশাল জয় তুলে নিয়েছে লাহোর কালান্দার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কালান্দার্সের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সমর্থ হয় গ্ল্যাডিয়েটর্স।

গ্ল্যাডিয়েটর্সের পক্ষে, ইফতিখার আহমেদ ৩৯ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া উমর আকমল ২৫ এবং হাসান খান ১৭ রানের দুটি ইনিংস খেলেন। কালান্দার্সের হয়ে শাহিন আফ্রিদি এবং ডেভিড ভিসা সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া রশিদ খান ও হারিস রউফ ১টি করে উইকেট তুলে নেন।

১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় কালান্দার্স। দলের পক্ষে ৪ চার ও ১ ছক্কায়, ৩৯ বলে সর্বোচ্চ অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কামরান গুলাম। এছাড়া ফখর জামান ৪২ বলে ৫৩ রান করেন। গ্ল্যাডিয়েটর্সের হয়ে নূর আহমেদ এবং গোলাম মুদাসসার ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে লাহোর কালান্দার্স। অপরদিকে পরাজিত হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স – ১৪১/৭ (২০.০)
লাহোর কালান্দার্স – ১৪৩/২ (১৭.৪)
ফলাফল – লাহোর কালান্দার্স ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – শাহিন আফ্রিদি

Exit mobile version