BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৯ মার্চ: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (১ম টেস্ট – ২য় দিন)

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ১ম টেস্টের ২য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (প্রথম টেস্ট – ২য় দিন)

অ্যান্টিগা টেস্টে ম্যাচের দ্বিতীয় দিন শেষে সাম্যাবস্থায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। সফরকারীদের করা ৩১১ রানের চেয়ে ১০৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। জনি বেয়ারস্টোর ১৪০ রানের ইনিংসের পরও ৩১১ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংলিশরা। সেখান থেকে আর ৪৩ রান যোগ করতে পেরেছে তারা। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে ১৪০ রান করে আউট হন বেয়ারস্টো। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন জেডন সিলস। এছাড়া কেমার রোচ, আলজারি জোসেফ ও জেসন হোল্ডার ২টি করে উইকেট শিকার করেন।

পরে ব্যাট করতে নেমে দলকে শুভসূচনা এনে দেন দুই ক্যারিবীয় ওপেনার কার্লোস ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ক্যাম্পবেল আউট হন ৩৫ রান করে। মাত্র ৬২ বলে ফিফটি করেন ব্রাথওয়েট। যা তার ক্যারিয়ারের দ্রুততম টেস্ট ফিফটি। তবে ব্যক্তিগত ৫৫ রানেই আউট হয়ে যান তিনি।

এরপর শামার ব্রুকস ১৮ ও জার্মেন ব্ল্যাকউড ১১ রান করে ফিরে গেলে ৪ উইকেটে ১২৭ রানের দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি এনক্রুমাহ বোনার ও জেসন হোল্ডার। দিনের শেষ ভাগে ৩১.৪ ওভারের জুটিতে ৭৫ রান যোগ করেছেন এ দুজন। হোল্ডার ৪৩ ও বোনার ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

স্কোরবোর্ড:
ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩১১/১০ (১০০.৩)
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২০২/৪ (৬৬.৫)

Exit mobile version