BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৬ অক্টোবর: আইপিএল ২০২১ (ম্যাচ ৫২)

আইপিএল ২০২১ – ম্যাচ ৫২ (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ)

আইপিএল ২০২১ এর ৫২তম ম্যাচে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ রানের দুর্দান্ত জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে সানরাইজার্স।

সানরাইজার্স এর হয়ে জেসন রয় ৩৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ৩১ এবং জেসন হোল্ডার ১৬ রানের দুটি কার্যকারী ইনিংস খেলেন। আরসিবি এর হয়ে হার্শাল প্যাটেল সর্বাধিক ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ড্যানিয়েল ক্রিস্টিয়ান ২টি উইকেট তুলে নেন।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার শেষে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আরসিবি। চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে তোলেন দেবদূত পাডিকাল ও গ্লেন ম্যাক্সওয়েল। ৩ চার ও ২ ছক্কায়, ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে ম্যাক্সওয়েল বিদায় নিলে চাপে পড়ে যায় আরসিবি। কিছুক্ষণ পর ৫২ বলে ৪১ রান করে পাডিকালও সাজঘরে ফিরেন।

শেষে সানরাইজার্স এর নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমে যায় আরসিবি’র ইনিংস। সানরাইজার্স এর হয়ে উমরান মালিক, সিদ্ধার্থ কল, ভুবনেশ্বর কুমার, জেসন হোল্ডার ও রশিদ খান প্রত্যকে ১টি করে উইকেট শিকার করেন।

এই ম্যাচে জয়ী হয়ে ১৩ ম্যাচে ৩ জয় নিয়ে এখনও পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সানরাইজার্স। অপরদিকে, ১৩ ম্যাচে ৮ জয় নিয়ে আরসিবি এখনও পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে।

স্কোরবোর্ড:
সানরাইজার্স হায়দরাবাদ – ১৪১/৭ (২০.০)
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৩৭/৬ (২০.০)
ফলাফল – সানরাইজার্স হায়দরাবাদ ৪ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – কেন উইলিয়ামসন

আইপিএল ২০২১ অভ্যন্তরীণ ক্রিকেট লড়াইয়ে উত্তেজনা ছড়াচ্ছে। আইপিএল ২০২১ এর আরো আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version