BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৪ জানুয়ারি: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ৩৮), নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ৪র্থ দিন), দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (২য় টেস্ট – ২য় দিন)

পার্থ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্সের মধ্যে বিবিএল ২০২১/২২ এর ৩৮তম ম্যাচ, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যেকার ১ম টেস্টের ৪র্থ দিন এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার ২য় টেস্টের ২য় দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো উপলব্ধি করতে পড়া চালিয়ে যান।

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ৩৮ (পার্থ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্স)

বিবিএল ২০২১/২২ এর ৩৮তম ম্যাচে গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে সিডনি সিক্সার্সের বিপক্ষে ১০ রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে পার্থ স্কর্চার্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্কর্চার্স।

স্কর্চার্সের হয়ে অ্যারন হার্ডি ৩ চার ও ২ ছক্কায়, ২৪ বলে সর্বোচ্চ ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া অ্যাশটন অ্যাগার ২০ বলে ২৯ এবং কার্টিস প্যাটারসন ও কলিন মুনরো উভয়ই ২৭ রান করে করেন। সিক্সার্সের হয়ে হেইডেন কের সর্বাধিক ৪টি এবং ড্যান ক্রিশ্চিয়ান ২টি করে উইকেট তুলে নেন।

১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে স্কর্চার্সের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে থেমে যায় সিক্সার্সের ইনিংস। দলের পক্ষে ৫ চার ও ৪ ছক্কায়, ৬১ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন ড্যান ক্রিশ্চিয়ান। এছাড়া জর্ডান সিল্ক ১৬ এবং হেইডেন কের ১৩ রান করেন।

স্কর্চার্সের হয়ে অ্যান্ড্রু টাই ও টাইমাল মিলস সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া ল্যান্স মরিস ২টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখনও ধরে রেখেছে পার্থ স্কর্চার্স। অপরদিকে পরাজিত হয়ে সিডনি সিক্সার্স এখন পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

পার্থ স্কর্চার্স – ১৪৩/৮ (২০.০)

সিডনি সিক্সার্স – ১৩৩/৮ (২০.০) 

ফলাফল – পার্থ স্কর্চার্স ১০ রানে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অ্যারন হার্ডি


নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ৪র্থ দিন)

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলীর দৃঢ়তায় ৪৫৮ রান সংগ্রহ করে নিজেদের ১ম ইনিংসের খেলা শেষ করে সফরকারীরা। মেহেদী ৪৭ ও ইয়াসির ২৬ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া নিল ওয়াগনার ৩টি ও টিম সাউদি ২টি করে উইকেট তুলে নেন।

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইরা ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের চেয়ে এখন তারা ১৭ রানে এগিয়ে রয়েছে, এবং হাতে আছে আর মাত্র ৫টি উইকেট। রস টেলর ৩৭ ও রচিন রবীন্দ্র ৬ রানে অপরাজিত আছেন।

শুরুতে দলীয় ২৯ রানে কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৪) বোল্ড করে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। এরপর এবাদত হোসেনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও (১৩)।

দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান পর্যন্ত ২ উইকেট ছিল কিউইদের। এরপর এবাদত হোসেনের বোলিং তোপে কোনো রান না তুলেই ৩টি উইকেট হারায় স্বাগতিকরা। ৬৯ রান করা উইল ইয়ংকে বোল্ড করার পর এবাদত শূন্য রানে সাজঘরে ফেরান হেনরি নিকোলসকে। এক ওভার পর বোলিংয়ে এসে টম ব্লান্ডেলকেও (০) সাজঘরে পাঠান এই পেসার। এখন পর্যন্ত এবাদত চার উইকেট শিকার করেছেন।

স্কোরবোর্ড

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৩২৮/১০ (১০৮.১)

বাংলাদেশ (১ম ইনিংস) – ৪৫৮/১০ (১৭৬.২)

নিউজিল্যান্ড (২য় ইনিংস) – ১৪৭/৫ (৬৩.০)


দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (২য় টেস্ট – ২য় দিন)

শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ২৭ রানের লিড নিয়ে ২২৯ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৬২ রান করেছেন কিগান পিটারসেন। এছাড়া টেম্বা বাভুমাও ওয়ানডে স্টাইলে একটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন। ৬১ রানে ৭ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন ভারতীয় পেসার শার্দুল।

১ উইকেটে ৩৫ রান নিয়ে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিন ৭ রান করে মোহাম্মদ শামির বলে আউট হয়েছিলেন এইডেন মার্করাম। ২য় দিন অপর ওপেনার ডিন এলগার ১২০ বলে ২৮ রান করে শার্দুল ঠাকুরের শিকার হয়ে সাজঘরে ফিরেন।

এরপর একে একে র‍্যাসি ভ্যান ডের ডুসেন (১৭ বলে ১), টেম্বা বাভুমা (৬০ বলে ৫১), কাইল ভেরেইন (৭২ বলে ২১), মার্কো ইয়ানসেন (৩৪ বলে ২১), কিগান পিটারসেন (১১৮ বলে ৬২) আর লুঙ্গি এনগিডিকে (০) তুলে নেন শার্দুল। দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি এবং একটি নিয়েছেন যশপ্রীত বুমরাহ।

নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দলীয় ৪৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে যায় ভারত। কেএল রাহুল ৮ এবং মায়াঙ্ক আগারওয়াল ২৩ রান করে সাজঘরে ফিরেন। তবে এরপর আর কোন উইকেট না হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে ২য় দিনের খেলা শেষ করে ভারত। উইকেটে চেতেশ্বর পূজারা ৩৫ এবং অজিঙ্কা রাহানে ১১ রানে অপরাজিত আছেন।

স্কোরবোর্ড

ভারত (১ম ইনিংস) – ২০২/১০ (৬৩.১)

দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) – ২২৯/১০ (৭৯.৪)

ভারত (২য় ইনিংস) – ৮৫/২ (২০.০)

Exit mobile version