BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০১লা নভেম্বর: আইসিসি মেনস টি20 বিশ্বকাপ (ম্যাচ ২৯)

ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ২৯তম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান। 

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ২৯ (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ২৯তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জস বাটলারের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। সেই সাথে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তাঁরা।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের পক্ষে ৬ চার ও ৬ ছক্কায়, ৬৭ বলে অপরাজিত ১০১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান বাটলার। এছাড়া অধিনায়ক এউইন মরগান ৩৬ বলে ৪০ রান করেন। লঙ্কানদের হয়ে ওয়ানিদু হাসারাঙ্গা সর্বাধিক ৩টি উইকেট শিকার করেন। এছাড়া দুষ্মন্ত চামিরা ১টি উইকেট তুলে নেন।

১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে ইংলিশ বোলারদের বোলিং তোপে প্রথম থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লে এর ৬ ওভারে ৪০ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। পরে ভানুকা রাজাপক্ষ (১৮ বলে ২৬), দাসুন শানাকা (২৫ বলে ২৬) এবং ওয়ানিদু হাসারাঙ্গা (২১ বলে ৩৪) দলকে জয়ের দিকে ধাবিত করতে চাইলেও নিয়মিত উইকেট বিরতির কারণে তা আর করতে পারেনি।

ফলে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৭ রান তুলতেই গুটিয়ে যায় লঙ্কানরা। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ, মঈন আলী ও ক্রিস জর্ডান সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ টানা ৪র্থ জয় নিয়ে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। অপরদিকে, টানা ৩য় পরাজয় নিয়ে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
ইংল্যান্ড – ১৬৩/৪ (২০.০)
শ্রীলঙ্কা – ১৩৭/১০ (১৯.০)
ফলাফল – ইংল্যান্ড ২৬ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – জস বাটলার

আইসিসি মেনস বিশ্বকাপ ২০২১ এর সুপার ১২-এ দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন দেখা যাচ্ছে। ক্রিকেটের আরও খবরের জন্য Baji –র সাথেই থাকুন! 

Exit mobile version