BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেটে কেমন কেটেছে ভারতের ২০২২ সাল ?

ক্রিকেটে কেমন কেটেছে ভারতের ২০২২ সাল ?

ক্রিকেটে কেমন কেটেছে ভারতের ২০২২ সাল ?

কালের গর্ভে হারিয়ে গেছে ২০২২ সাল। নতুন সম্ভাবনা আর প্রত্যাশার হাতছানি নিয়ে হাজির ২০২৩ সাল।  এরমধ্যে বিদায়ী বছরে ক্রিকেটার এবং দলগুলোর পারফরম্যান্স নিয়ে চলছে কাটাছেড়া।  ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত কেমন করেছে ২০২২ সালে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু গভীরে যেতে হবে। তবে পুরুষ এবং নারীদের ক্রিকেট মিলিয়ে, সাফল্য এবং ব্যর্থতার মিশেলে এক বছর কাটিয়েছে ভারত।

শুরুতেই রোহিত শর্মাদের হিসাব নিকাশ করলে দেখা যাবে পরিসংখ্যান তাদের পক্ষে কথা বলছে। ২০২২ সালে  তিন ফরম্যাট মিলিয়ে মোট ৭১টি ম্যাচ খেলেছে ভারত। যেখানে ৪৬টি জয়ের বিপরীতে হারের সংখ্যা মাত্র ২১টি। এরমধ্যে বৃষ্টির কারণে পন্ড হয়েছে ৪টি ম্যাচ। তবে এসব ম্যাচ জয়ে একাধিক অধিনায়ক পরিবর্তন করেছে দলটি। যা বরাবরি দলের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

২০২২ সালে তিন ফরম্যাটে রোহিত পূর্ণ অধিনায়ক হলেও, বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন প্রায় আধা ডজন অধিনায়ক। সেসব আলোচনা বাদ দিয়ে সাফল্যের কথা বললে, কেবল দ্বিপাক্ষিক সিরিজ জয়টাই দেখা যায়। এবছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। নতুন বছরের চ্যালেঞ্জ, ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। সেটাই এখন পাখির চোখ করছে স্বাগতিকরা।

এদিকে পুরুষদের তুলনায় অধিক সাফল্য পেয়েছেন ভারতীয় নারীরা। ২০২২ সালে হারমানপ্রিত কৌরদের অর্জনের ঝুলিতে আছে বৈশ্বিক শিরোপাও। বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ জিতে নিয়েছেন ভারতীয় নারীরা। কমনওয়েলথ গেমসে জিতেছেন রৌপ্য পদক। আছে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়। এছাড়া ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ড্র করার সাফল্যও আছে।

ভারতীয় নারী ক্রিকেটারদের জন্য অর্জন এবং প্রাপ্তির দিক থেকে, ২০২২ সালটা স্মরণীয় হয়ে থাকার কথা। কারণ, এবছর তারা পেয়েছেন নারী – পুরুষের সমান অধিনায়ক। রোহিতদের সমান বেতন পাচ্ছেন হারমানপ্রিতরা। দর্শক জনপ্রিয়তার দিক থেকে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। একসময় যেখানে শুধু পুরুষদের ক্রিকেটেই গ্যালারী ভর্তি হতো, সেখানে এখন নারীদের জন্যও গলা ফাটাতে আসেন হাজারো দর্শক। দেখা যাক ২০২৩ সাল কেমন কাটে টিম ইন্ডিয়ার।

Exit mobile version