BJ Sports – Cricket Prediction, Live Score

কোহলি-বাবরের তুলনা করায় ট্রলের শিকার রমিজ রাজা

Ramiz Raja trolled for comparing Kohli-Babar

বর্তমান সময়ের সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং বাবর আজম। ব্যাট হাতে দুজনেই সমানতালে বোলারদের শাসন করে চলেছেন। অনেকেই দুজনের তুলনাও করে বসেন, কে সেরা! কিন্তু নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখেন না দুই ব্যাটসম্যান।

সবশেষ এশিয়া কাপেও দুই ব্যাটারের মধ্যে দেখা গেছে সৌহার্দ্যপূর্ণ আচরন। কোহলির ফর্মহীন থাকা অবস্থায় তাকে সমর্থন করে টুইট করেছিলেন বাবর। অন্যদিকে বাবরকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান কোহলি। কিন্তু এবার এই দুই ব্যাটসম্যানের তুলনা করেই বিপাকে পড়ে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

কোহলির চেয়েও বাবরকে বেশি সমালোচনা শুনতে হয় দাবি করে রমিজ বলেন, ‘কোহলি সেঞ্চুরি করায় সবাই তার আগের ব্যর্থতা ভুলে গেল। সবাই ওর সেঞ্চুরি নিয়েই মেতে রইল। বাবর সেঞ্চুরি করলে সেটা হয় না। তারপরেও ওর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা হয়। কোহলির ক্ষেত্রে সেটা হয় না। আফগানিস্তানের বিপক্ষে কোহলি চারটি ক্যাচ ছেড়েছে, সেটা নিয়েও তো কেউ সমালোচনা করেনি।’

এদিকে কিছুদিন আগে  পাকিস্তানের হার নিয়ে সাকলাইন বলেন, ‘যেভাবে প্রকৃতির নিয়মে দিনরাত হয়, গ্রীষ্ম-বর্ষা হয়, ঠিক তেমনই প্রকৃতির নিয়মে হারজিত হয়। তাই হার আমাদের স্বীকার করতেই হবে।’

সেই রেশ টেনে রমিজকে খোঁচা দিয়ে বসলেন দেশটির এক টেলিভিশন সঞ্চালক। তিনি  বলেন, ‘কোহলির চারটি ক্যাচ ছাড়া ও প্রকৃতির নিয়ম।’ এরপর ভাইরাল হয়ে যায় সেটা। নেটিজেনদের অনেকেই রমিজকে নিয়ে হাস্যরসে মেতেছেন।

কোহলি এবং বাবর, দুজনেই সামনেই এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ছন্দেও আছেন তারা। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির দেখাও পেয়েছেন দুজনেই। কোহলি এশিয়া কাপে, আর বাবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তানের ‘ট্রাম্পকার্ড’ হতে পারেন এই দুই ব্যাটসম্যান।

Exit mobile version