BJ Sports – Cricket Prediction, Live Score

কোহলি – ওয়ার্নারকে ছাড়িয়ে গেলেন লিটন

কোহলি - ওয়ার্নারকে ছাড়িয়ে গেলেন লিটন

২০২২ সালটা দুর্দান্ত কাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের রান মেশিন লিটন কুমার দাস। ক্রিকেটের তিন ফরম্যাটেই দাপট দেখিয়েছেন। যার ফল পেয়েছেন নতুন বছরে এসেই। বড় বড় তারকাকে পেছনে ফেলে র‍্যাংকিংয়ে  এবার এগিয়ে এলেন শীর্ষে। টেস্ট র‍্যাংকিংয়ে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারদেরকে। শীর্ষ ১০ এর খুব কাছে চলে এলেন বাংলাদেশি এই ক্রিকেটার। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তারকা এই উইকেট কিপার ব্যাটসম্যান। 

বাংলাদেশের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে এত শীর্ষে চলে এসেছেন। আইসিসির সবশেষ হালনাগাদ করা র‍্যাংকিংয়ে  আরও একধাপ এগিয়ে তিনি এখন তালিকার ১২ তম স্থান থেকে ১১ তম স্থানে। ২০২২ সালে সারা বছর ব্যাটিংয়ে  দাপট দেখিয়ে তার ব্যাট থেকে এসেছে ১৯২১ রান। যার মধ্যে ১০ টেস্টে করেছেন দুর্দান্ত ৮০০ রান। আর এর মাধ্যমে ১২ তম স্থান থেকে একধাপ এগিয়ে তিনি এখন শীর্ষ ১০ এর কাছে।

বাংলাদেশের মধ্যে তার এই অবস্থান তো অবশ্যই সেরা। সেই সঙ্গে তিনি পেছনে ফেলে দিয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি  বিরাট কোহলি এবং  অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, উসমান খাজাকেও। আইসিসির এই র‍্যাংকিংয়ে বিরাট কোহলি আছেন ১৫ নম্বরে এবং ডেভিড ওয়ার্নার আছেন ১৪ নম্বরে। উসমান খাজা আছেন ১২ নম্বরে। যেখানে তাদেরকে টপকে লিটন এখন ১১ নম্বরে আছেন।

তবে খাজা অবশ্য আবার টপকে যেতে পারেন লিটনকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে।  সেখানে টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানে অপরাজিত আছে অস্ট্রেলিয়া। আর এখানে লিটনকে টপকে যাওয়ার একটা সুযোগ আছে খাজার। তবে লিটনের এই টেস্ট র‍্যাংকিং তার ধারাবাহিক ভাবে ভালো খেলার ফল। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিটন বলেছেন ২০২২ সালের ফর্ম টেনে নিয়ে যেতে চান ২০২৩ সালেও। সেটা হলে একদিকে যেমন তার জন্য ভালো তেমনি টিম বাংলাদেশের জন্যও ভালো।

এর আগে বাংলাদেশের মধ্যে টেস্টে সর্বোচ্চ র‍্যাংকিং ছিল তামিম ইকবালের। তিনি ছিলেন ১৪ তম স্থানে। তবে গত বছরেই লিটন উঠে এসেছিলেন ১২ তম নম্বরে। আর নতুন বছরে এসেই উঠে গেলেন আরও এক ধাপ উপরে। এই র‍্যাংকিংয়ে সাকিব আল হাসান আছেন ৪২ তম স্থানে। বাংলাদেশের আরও এক ক্রিকেটার মুশফিকুর রহিম আছেন ২২ তম স্থানে। তালিকার  প্রথম স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

Exit mobile version