BJ Sports – Cricket Prediction, Live Score

কোহলিদের বারবার বিশ্রামে নাখোশ সৌরভ 

Sourav Ganguly, president of the Indian Cricket Board (BCCI)

Sourav unhappy with Kohlis' repeated taking rest

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। টি-টোয়েন্টি সিরিজেও না খেলার সম্ভাবনা রয়েছে তার। এবছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও বিশ্রামে ছিলেন তারকা এই ব্যাটসম্যান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচেও তার বিশ্রাম। বারবার এমন বিশ্রাম কান্ডে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাতকারে সৌরভ বলেন, ‘দল থেকে বাদ যাওয়ার আগে কোনো বিশ্রাম না নিয়ে ১৩ বছর ভারতের হয়ে খেলেছি। কোনো সিরিজ, কোনো ট্যুরে বিশ্রাম নিইনি। এখনকার ক্রিকেটাররা যেমন অনেক বিশ্রাম নেয়, তেমন কিছু করিনি। আমার ১৭ বছরের ক্যারিয়ারে দল থেকে বাদ পড়া ওই চার থেকে ছয় মাসই আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে একমাত্র বিরতি।’

দীর্ঘদিন টানা অফ ফর্মে থাকা কোহলির নাম উল্লেখ না করলেও মূলত তার বিশ্রাম ইস্যুতেই নিজের উদাহরণ টানলেন সৌরভ। তিনি আরো বলেন, ‘আমি সারাজীবন একটা জিনিসই বিশ্বাস করেছি, যত খেলবো, ততো ছন্দে থাকবো, ফিট থাকবো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলতে হবে। বেশি ম্যাচ খেললেই শারীরিকভাবে শক্তিশালী হয়ে ওঠা যাবে।’

এদিকে অফ ফর্মে থাকা কোহলির বিশ্রাম এবং ফর্মে ফেরার নানা রাস্তা বাতলে দিচ্ছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকরা। কেউ কেউ তার বিশ্রামের পক্ষে রায় দিলেও, আবার অনেকে মনে করছেন বিশ্রামেই মিলবে না সমাধান। ফর্মে ফিরতে হলে তাকে বেশি ম্যাচ খেলতে হবে, অনুশীলন করতে হবে। কোহলির বারবার বিশ্রামে যাওয়াটা সমালোচিতও হচ্ছে অনেক মহলে।

Exit mobile version