BJ Sports – Cricket Prediction, Live Score

কোহলিকে দল থেকে বাদ দেয়ার পরামর্শ পাকিস্তানের সাবেক স্পিনারের

Mushtaq Ahmed is a Pakistani cricket coach and former cricketer who currently acts as the spin bowling coach for the Pakistan Cricket Team.

Former Pakistan spinner suggested dropping Kohli from the team

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মূহুর্তে ফর্মে নেই ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কোহলির ফর্মে না থাকা চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের ক্রিকেট পাড়ায়। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলের ব্যাটিং বিপর্যয়ের শুরুতেও সাবলীল ঢঙে শুরু করেছিলেন কোহলি। সবাই ভেবেছিলেন, এই বুঝি ভারতীয় সুপারস্টার ফর্মে ফিরলেন।

তবে অফস্টাম্পের বাইরের বলে আলতো খোঁচা মেরে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটলেন তিনি। প্রায় তিন বছর ধরে কোহলির উইলো থেকে আসে নি কোন সেঞ্চুরি। অনেকেই বলছেন, বিশ্রামে পাঠালে ফর্মে ফিরবেন তিনি। তবে পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ মনে করেন, ফর্মে ফেরানোর জন্য বিশ্রাম নয় কোহলিকে দল থেকেই বাদ দিতে হবে। 

ক্রিকেট পাকিস্তানের কাছে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বলেন, ‘সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। বিরাট কোহলির উচিত ক্রিকেট থেকে একদম সরে থাকা, তা সিরিজটা অনেক বড় হলেও। আমার মনে আছে, যখন ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করছিলাম, তখন জোনাথন ট্রট রান পাচ্ছিল না। এখন মনে হচ্ছে, যদি তখন ওকে বাদ দিতাম, তাহলে সে মানসিক ও শারীরিক বিশ্রাম পেয়ে ফর্মে ফিরতে পারত।’

চলতি বছরে ৭টি ওয়ানডে খেলে মাত্র ১৫৮ রান করেছেন কোহলি। ৪ টেস্টে ৩১.৪২ গড়ে করেছেন ২২০ রান। আর ৪ টি-টোয়েন্টিতে ১২৮ স্ট্রাইক রেটে তাঁর রান ৮১। তাই মুশতাকের দাবি, ভালো দলের বিপক্ষে খেলতে না পারলে মানসিকভাবে ভালো করার তাগিদটা আরও বেশি আসবে।

মুশতাক বলেন, ‘আপনি যখন বাইরে থেকে আপনার দলকে মানসম্পন্ন দলের বিপক্ষে খেলতে দেখবেন, তখন ভালো করার নতুন অনুপ্রেরণা পাবেন। আগে যত সেঞ্চুরিই করেন না কেন, সব ভুলে যাবেন এবং নতুন আগ্রহ ও ক্ষুধা নিয়ে একদম প্রথম থেকে শুরু করবেন।’

Exit mobile version