BJ Sports – Cricket Prediction, Live Score

কোভিড-19 টেস্ট এ পজিটিভ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী; এখন তিনি স্টেবল অবস্থায় আছেন

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এবং ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কোভিড-19 এ সংক্রমিত হয়েছেন। কোভিড-19 টেস্টের ফলাফল পজিটিভ আসার পর তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র প্রদান করা হয়েছে তাঁকে এবং তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। বিসিসিআই এর পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

গত রবিবার হালকা জ্বর অনুভব করলে কোভিড-19 টেস্ট করেন ৪৯ বছর বয়সী সৌরভ গাঙ্গুলি। এরপর সোমবার সন্ধ্যায় আরটি-পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ আসলে তাঁকে রাতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের এমডি এবং সিইও ডাঃ রূপালী বসু একটি বিবৃতিতে বলেন, ঐ রাতেই মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে এবং বর্তমানে হেমোডাইনামিকভাবে স্থিতিশীল। তিনি আরও বলেন, ডাঃ দেবী শেঠি এবং ডাঃ আফতাব খানের সাথে পরামর্শ করে ডাঃ সরোজ মন্ডল, ডাঃ সপ্তর্ষি বসু এবং ডাঃ সৌতিক পান্ডাকে নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের অবস্থার উপর নিবিড় নজর রাখছে।

ভারতের গণমাধ্যমগুলো থেকে জানা গিয়েছে, সৌরভ কোভিড-19 ভ্যাকসিন এর ডাবল ডোজ সম্পন্ন করেছিলেন। যার ফলে তিনি নিশ্চিন্তে প্রচুর ভ্রমণ করছেন এবং একই সঙ্গে সব ধরনের প্রফেশনাল কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে দুবার হাসপাতালে ভর্তি করতে হয় সৌরভ গাঙ্গুলিকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে জরুরিভাবে তাকে এনজিওপ্লাস্টি করতে হয়। সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলিও বছরের শুরুতে কোভিড-19 এ সংক্রমিত হয়েছিলেন। 

Exit mobile version