BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২২ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (১ম ওডিআই)

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (১ম ওডিআই) – হাইলাইটস

তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে ভারতের দেওয়া ৩০৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ বল পর্যন্ত লড়াইয়ে ছিল উইন্ডিজ। তবে পোর্ট অব স্পেনে শেষ হাসিটা হাসতে পারেনি ক্যারিবীয়রা। রুদ্ধশ্বাস ম্যাচটিতে সফরকারী ভারত ৩ রানের ব্যবধানে জয়ী হয়।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকে ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং শুবমান গিল। ভারতের প্রথম জুটি থেকেই আসে ১১৯ রান। ৫৩ বলে ৬৪ রান করে শুবমান আউট হলেও শ্রেয়াসকে নিয়ে আবারো ৯৪ রানের জুটি করেন অধিনায়ক ধাওয়ান।

পরপর দুই ওভারে দুই সেট ব‍্যাটসম‍্যানকে বিদায় করে ভারতকে বড় একটা ধাক্কা দেন গুদকেশ মতি। অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দুর্ভাগ্যবশত, গুদকেশের শিকার হয়ে ৯৭ রানে প্যাভিলিয়নে ফিরেন শিখর। তাঁর ১০ চার ও ৩ ছক্কায়, ৯৯ বলে ৯৭ রানের ইনিংসে উপর ভর করেই এগিয়েছে ভারত। ওডিআই’তে এ নিয়ে সপ্তমবারের মতো ‘নড়বড়ে নব্বই’-এ আউট হলেন ধাওয়ান।

অপরদিকে নিজের ১০ম অর্ধ-শতক তুলে নিয়ে সাজঘরে ফিরেন শ্রেয়াস আইয়ার। ৫৭ বলে ৫৪ রান করেন তিনি। তবে ভারতের প্রথম তিন ব্যাটার যে রান করে গিয়েছিলো তাতা মনে হচ্ছিল দলীয় সাড়ে তিনশ রানও সম্ভব। কিন্তু শেষের দিকে প্রত‍্যাশিত ঝড় তুলতে পারেননি কোন ব্যাটার। ক‍্যারিবীয়দের দারুণ বোলিংয়ে শেষ ১৫ ওভার ভারত তুলতে পেরেছে কেবল মাত্র ৮৩ রান।

যার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে সফরকারী ভারত। ক্যারিবীয়দের পক্ষে গুদকেশ মতি ও আলজারি জোসেফ ২টি করে এবং আকিল হোসেন এবং রোমারিও শেফার্ড ১টি করে উইকেট তুলে নেন।

৩০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শাই হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শামারাহ ব্রুকসকে সঙ্গী করে স্বাগতিকদের এগিয়ে নিয়ে যেতে থাকেন কাইল মেয়ার্স। আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে দ্রুত রান তোলাতেই ছিল তার মনোযোগ। আরেক প্রান্তে সাবধানী ব‍্যাটিংয়ে সঙ্গ দিচ্ছিলেন ব্রুকস।

শার্দুল ঠাকুরের সাদামাটা এক ডেলিভারিতে ভাঙে ১১৭ রানের এই বড় জুটি। ৪৬ রান করে সাজঘরে ফিরেন ব্রুকস। ভারতীয় পেসারের পরের ওভারে ক্যাচ আউট হয়ে বিদায় নেন মেয়ার্সও। ১০ চার ও এক ছক্কায়, ৬৮ বলে ৭৫ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার।

দুই ছক্কা মারলেও ২৫ রান করে বিদায় নেন অধিনায়ক নিকোলাস পুরান। দুই অঙ্কে যেতে পারেননি রোভম‍্যান পাওয়েল (৬)। দুটি করে ছক্কা ও চারে, ৬৬ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরে যান ব্র‍্যান্ডন কিং।

এ সময় মনে হচ্ছিল ম‍্যাচ থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আকিল হোসেনকে সাথে নিয়ে দলকে লড়াইয়ে ফেরান রোমারিও শেফার্ড। সপ্তম উইকেটে তাদের দুজনের ৩৩ বলে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিটি ওয়েস্ট ইন্ডিজকে আবারও জয়ের স্বপ্ন দেখায়।

শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৫ রান। মোহাম্মদ সিরাজ ঠান্ডা মাথায় বল করে ক্যারিবিয়ানদের আরও কঠিন সমীকরণের মুখে ফেলেন, শেষ বলে—জয়ের জন্য দরকার হয় ৫ রান। চার মারলে ম্যাচ সুপার ওভারে, ছক্কা হাঁকালে জয়। কিন্তু রোমারিও শেফার্ড শেষ বলে নিতে পেরেছেন মাত্র ১ রান। ফলে ৩ রানের এক অবিশ্বাস্য জয় পেয়ে যায় ভারত।

২৫ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন শেফার্ড। এছাড়া আকিল ৩২ রান করে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল এবং শার্দুল ঠাকুর ২টি করে উইকেট শিকার করেন।

দুর্দান্ত পারফরম্যান্স করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শিখর ধাওয়ান। ওডিআই’তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ষষ্ঠ জয়ে তিন ম‍্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। আগামী রবিবার (২৪ জুলাই) একই সময় ও একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে।


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত৩০৮/৭ (৫০.০)

ওয়েস্ট ইন্ডিজ – ৩০৫/৬ (৫০.০)

ফলাফল – ভারত ৩ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – শিখর ধাওয়ান



ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেট রক্ষক), শামারহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, জেডেন সিলস এবং গুদকেশ মতি।
ভারত শিখর ধাওয়ান (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
Exit mobile version