BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০২ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (৩য় টি২০)

Shreyas Santosh Iyer is an Indian international cricketer who plays for the Indian cricket team as a right-handed batter.

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (৩য় টি২০) – হাইলাইটস

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা বেশ জমে উঠেছে। প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল সফরকারী ভারত। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার রাতে সেন্ট কিটসের ব্যাসেটেরে ফের এগিয়ে গেছে সফরকারীরা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। মঙ্গলবার (০২ আগস্ট) সফরকারী ভারত ক্যারিবীয়দের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয়। স্বাগতিকদের ১৬৪ রানের জবাবে এক ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ভারত। ব্যাট হাতে ৪৪ বলে ৭৬ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে উইন্ডিজ। ব্রেন্ডন কিং ও কাইল মায়ার্স মিলে ওপেনিং জুটিতে ৫৭ রান তুলে ফেলেন।

ক্যারিবীয় শিবিরে প্রথমে আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। তিনি কিং’কে ২০ রানে সাজঘরে পাঠান। এই উইকেট তুলে নিয়ে এক অনন্য কীর্তি গড়েছেন অলরাউন্ডার হার্দিক। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ রান ও ৫০ উইকেট পাওয়া প্রথম ভারতীয় খেলোয়াড় হলেন তিনি।

কিং এর বিদায়ের পর মায়ার্স, অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়ে গড়েন আরও ৫০ রানের জুটি। পুরান আউট হন ২৩ বলে ২২ রান করে।মায়ার্স আউট হন ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলে। তার ইনিংসেও ৮টি চারের পাশাপাশি ছিল ৪টি ছয়ের মার।

শেষ দিকে টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং করেন রোভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ার। পাওয়েল ১৪ বলে করেন ২৩ রান। হেটমায়ার রান আউট হওয়ার আগে ১২ বলে ২০ রান করেন। ভারতের হয়ে ২টি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিং।

সেন্ট কিটসে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ১১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওপেনার রোহিত শর্মা। আলজারি জোসেফের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফাইনলেগ দিয়ে চার মেরেছিলেন রোহিত। ওই শটটি খেলতেই গিয়ে কোমরের নিচের পেশিতে টান পড়ে তাঁর। পরে একটি বল খেলেই মাঠ থেকে চলে যান ৫ বলে ১১ রান করা রোহিত।

অধিনায়কের অবসরের পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৫৯ বলে ৮৬ রানের জুটি গড়েন সূর্যকুমার। জুটির ৬০ রানই আসে ৩১ বছর বয়সী ওপেনার সূর্যকুমারের ব্যাট থেকে। সূর্যকুমারের আগুনে ব্যাটিংয়ে সামনে বেশ ম্লানই ছিলেন ২৭ বলে ২৪ রান করা আইয়ার।

দলীয় ১০৫ রানে আকিল হোসেনের বলে আউট হন আইয়ার। স্কোর বোর্ডে আরও ৩০ রান যোগ হলে ডমিনিক ড্রেকসের বলে আলজারি জোসেফকে ক্যাচ দেন সূর্যকুমার। সূর্যকুমারের ৪৪ বলে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৪টি ছয়ের মার।

শেষ দিকে হার্দিক পান্ডিয়া আউট হন ৪ রান করে। এরপর ঋষভ পন্ত (৩৩*) ও দীপক হুদার (১০*) ব্যাটে জয় নিশ্চিত করে ভারত। উইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার ও আকিল হোসেন। সিরিজের শেষ দুই ম্যাচ আগামী ৬ ও ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলে অনুষ্ঠিত হবে।


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত এর স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ১৬৪/৫ (২০.০)

ভারত১৬৫/৩ (১৯.০)

ফলাফল – ভারত ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সূর্যকুমার যাদব



ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), ডেভন থমাস (উইকেট রক্ষক), কাইল মায়ার্স, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, ডমিনিক ড্রেকস, আকিল হোসেন, জেসন হোল্ডার, আলজারি জোসেফ এবং ওবেদ ম্যাককয়।
ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, এবং আবেশ খান।
Exit mobile version