Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০১ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (২য় টি২০)

Obed McCoy is a West Indian cricketer.

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (২য় টি২০) – হাইলাইটস

ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও দাপটের সাথে সিরিজ শুরু করেছিল সফরকারী ভারত। প্রথম ম্যাচে ৬৮ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল রোহিত শর্মার ভারত। তবে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই ছন্দপতন হয় তাদের। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ওবেদ ম্যাককয় এবং ব্যাটিংয়ে ব্রেন্ডন কিংয়ের রাজত্বের দিনে ৫ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল ক্যারিবীয়রা।

সোমবার (১ আগস্ট) নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা পর মাঠে গড়ায় বল। যদিও কারণটি ছিল বেশ অদ্ভুত। ক্রিকেটাররা ঠিক সময়ে মাঠে পৌঁছে গেলেও তাদের সরঞ্জামাদি পৌঁছায় পরে। যে কারণে খেলা পিছিয়ে যায়।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। প্রথম বলেই রোহিত শর্মাকে (০) সাজঘরের পথ দেখান ম্যাককয়।আরেক ওপেনার সূর্যকুমার যাদবকেও (৬ বলে ১১) ভয়ংকর হতে দেননি বাঁহাতি এই পেসার। ১৭ রানে ২ উইকেট হারায় ভারত।

মাঝে ঋষভ পন্ত ১২ বলে ২৪ রানের ছোটখাটো ঝড় তুলেছিলেন। কিন্তু দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের রানের চাকা আটকে দেন ক্যারিবীয় বোলাররা। হার্দিক পান্ডিয়া (৩১ বলে ৩১) আর রবীন্দ্র জাদেজা (৩০ বলে ২৭) রান পেলেও হাত খুলে খেলতে পারেননি।

এরপর ১৯তম ওভারে ৩ উইকেট শিকার করেন ম্যাককয়। আউট করেন দিনেশ কার্তিক (৭), রবিচন্দ্রন অশ্বিন (১০) এবং ভুবনেশ্বর কুমারকে (১)। ইনিংসের ২ বল বাকি থাকতে ভারত অলআউট হয় ১৩৮ রানে।

২৫ বছর বয়সী ম্যাককয় নিজের ৪ ওভারের কোটায় প্রথম ও শেষ বলে উইকেট তুলে নেন। তিনি ৪ ওভারে একটি মেইডেনসহ ১৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এটিই এখন টি-টোয়েন্টিতে ক্যারিবীয় কোনো বোলারের সেরা ফিগার। এর আগে এই রেকর্ডটি ছিল কেমো পলের। ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন পল।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে তেমন কষ্ট হওয়ার কথা ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার ব্রেন্ডন কিং দারুণ এক ইনিংস খেলে ক্যারিবীয়দের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন। কিন্তু দলীয় ১০৭ রানের মাথায় কিং ৫২ বলে ৬৮ রান করে আবেশ খানের বলে বোল্ড হলে লড়াইয়ে ফেরে ভারত।

এরপরই স্বাগতিকদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। রান আটকে রেখে চাপ বাড়ান আস্তে আস্তে। শেষ ১৪ বলে দরকার পড়ে ২৬ রান। এমন সময়ে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে চাপ কমান ডেভন থমাস।

শেষ ২ ওভারে ক্যারিবীয়দের জয়ের জন্য দরকার পড়ে ১৬ রান। ইনিংসের ১০ বল বাকি থাকতে আর্শদীপ সিং রোভম্যান পাওয়েলকে (৫) বোল্ড করে দিলে ফের চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য লাগে ১০ রান।

আবেশ খানের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। কিন্তু ডানহাতি এই পেসার প্রথম বলেই দেন ‘নো’ বল। ভারতের সব সম্ভাবনা শেষ ওই এক ডেলিভারিতেই। ফ্রি হিটে ছক্কা হাঁকান ডেভন থমাস। পরের বলে বাউন্ডারি মেরে নিশ্চিত করে ফেলেন জয়। ১ চার ও ২ ছক্কায়, ১৯ বলে ৩১ রানের ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন থমাস। আজ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত১৩৮/১০ (১৯.৪)

ওয়েস্ট ইন্ডিজ১৪১/৫ (১৯.২)

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ওবেদ ম্যাককয়


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), ডেভন থমাস (উইকেট রক্ষক), ব্র্যান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ এবং ওবেদ ম্যাককয়।
ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, এবং আর্শদীপ সিং।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...