BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৯ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ৪র্থ দিন)

WI vs BAN

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট – ৪র্থ দিন)

পরাজয়টা তো অবধারিতই ছিল। তবে সেটা কত দ্রুত আসে, তা ছিল দেখার বিষয়। তৃতীয় দিনই ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। শেষ দুই দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান।

চতুর্থ দিন মাঠে নেমে মাত্র ৭ ওভার খেলেছেন ক্যারিবীয় দুই অপরাজিত ব্যাটার জন ক্যাম্পবেল এবং জার্মেইন ব্ল্যাকউড। তাতে আর কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট ৭ উইকেটে জয়ী হয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

তৃতীয় দিনই পরাজয় ঘটে যেতে পারতো টাইগারদের। মিডল অর্ডারে যদি সাকিব আল হাসান এবং নুরুল হাসান দুর্দান্ত জুটি না গড়তেন, তাহলে বাংলাদেশের ইনিংস পরাজয়ের সম্ভাবনাও ছিল। মূলত এই দুজনের সুবাদেই ইনিংস পরাজয় এড়িয়ে ক্যারিবীয়দের সামনে ৮৩ রানের লিড পায় সফরকারীরা। সাকিব ৬৩ এবং নুরুল ৬৪ রান করেছিলেন।

চতুর্থ ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিন শেষ বিকেলে ৯ রান তুলতেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচকে কিছুটা জমিয়ে তুলেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তবে ক্যাম্পবেল এবং ব্ল্যাকউডের হার না মানা ৭৯ রানের জুটি খালেদ আমহেদের সেই অপ্রতিরোধ্য গতি থামিয়ে দিয়েছিল।

খালেদের করা ৪র্থ দিনের প্রথম ওভারে ডাবলস নিয়ে দলীয় ৫০ পূর্ণ করেন ব্ল্যাকউড। আগের দিন মোস্তাফিজুর রহমানকে দিয়ে ইনিংস শুরু করলেও আজ খালেদের সঙ্গে অন্য প্রান্তে ইবাদত হোসেনকে বোলিংয়ে আনেন সাকিব। তবে প্যাডের ওপর পাওয়া বলে ফ্লিক করে তাঁর বলেই দিনের প্রথম চার হাঁকান ক্যাম্পবেল। ঠিক পরের বলেই কাট করে মারেন আরেকটি চার, ব্ল্যাকউডের সঙ্গে তাঁর চতুর্থ উইকেট জুটিতে তাতেই পূর্ণ হয় অর্ধশতক।

পরে খালেদের ওভারে আরও দুটি চার মারেন ক্যাম্পবেল। প্রথমটি সফট হ্যান্ডে গালি দিয়ে, পরেরটি দারুণ কাভার ড্রাইভে। পরের চার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজনীয় রান নেমে আসে এক অঙ্কে। ওই চার দিয়ে ৪৮ রানে পৌঁছান ক্যাম্পবেল।

পরের ওভারে মেহেদী হাসানকে মেডেন দিয়ে ক্যাম্পবেলকে মূলত অর্ধশতকের সুযোগ করে দেন ব্ল্যাকউড। পরের ওভারে নাজমুল হোসেনকে সুইপ করে চার হাঁকিয়ে মাত্র ৬৩ বলে অর্ধশতক পূর্ণ করেন ক্যাম্পবেল। সে ওভারেই ছয় মেরে জয় নিশ্চিত করেন তিনি।

জন ক্যাম্পবেল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৭ বলে ৫৮ রান করে এবং জার্মেইন ব্ল্যাকউড ৫৩ বলে অপরাজিত থাকেন ২৬ রান করে। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ একাই ৩টি উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ৫১ রান করা সত্ত্বেও বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১০৩ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৬৫ রানে। জবাবে ২৪৫ রান করে বাংলাদেশ। সব মিলিয়ে ৮৪ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। এই লক্ষ্য তারা তাড়া করে ২২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ফলে প্রায় ৬ সেশন বাকি থাকতেই তাই প্রথম টেস্ট হারতে হলো বাংলাদেশকে।

তবে দুই ইনিংসে অসাধারণ বোলিং করে ৭ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। আগামী ২৪ শে জুন এই দুই দল সেন্ট লুসিয়া’র ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে।


ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এর স্কোরবোর্ড

বাংলাদেশ (১ম ইনিংস) – ১০৩/১০ (৩২.৫)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৬৫/১০ (১১২.৫)

বাংলাদেশ (২য় ইনিংস) – ২৪৫/১০ (৯০.৫)

ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) – ৮৮/৩ (২২.০)

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কেমার রোচ



ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (উইকেট রক্ষক), জন ক্যাম্পবেল, রেমন রেইফার, এনক্রুমা বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, গুদকেশ মতি, কেমার রোচ এবং জেডেন সিলস
বাংলাদেশ সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেট রক্ষক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
Exit mobile version